1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান গেমসের শুটিং-এ সোনা জিতলেন ভারতের সোধি

২১ নভেম্বর ২০১০

রবিবার অনুষ্ঠিত এশিয়ান গেমসের শুটিং-এ ভারতের রঞ্জন সোধি পুরুষদের ডাবল ট্র্যাপ শুটিং ইভেন্টে একক সোনা জয় করেছেন৷ অন্যদিকে, আয়োজক দেশ চীন দলীয় টাইটেল অক্ষুন্ন রেখেছে৷

https://p.dw.com/p/QEdB
fire pistol, shooting, competition, Games, China, এশিয়ান, গেমস, শুটিং, সোনা, ভারত, সোধি
ফাইল ছবিছবি: picture-alliance/dpa

৩১ বছর বয়সি এই শ্যুটার সামঞ্জস্যহীনভাবে খেলা শুরু করলেও, শেষ পর্যন্ত সোনার মেডেল ছিনিয়ে নেন৷ গুয়াংজো শটগান কেন্দ্রে সোধির স্কোর ছিল ১৮৬৷ তবে সংযুক্ত আরব আমিরাতের ডালমুক আল-মাকতুমকে পেছনে ফেলে সোনা জয়ের জন্যে সোধিকে আরো চার পয়েন্ট নিজের জন্যে সংগ্রহ করতে হয়েছে৷

শুটিং-এর চূড়ান্ত পর্বের জন্যে বাছাই ছয়জনের সঙ্গে রঞ্জন সোধি একজন৷ যোগ্যতা অর্জনের জন্যে চীনের প্যান কুইয়াং-এর চেয়ে চার পয়েন্ট বেশি পান সোধি৷ চূড়ান্ত পর্বে প্যানের মোট অর্জন ১৮১ যেখানে সোধির অর্জন ১৮৬৷ চার বছর আগে দোহা এশিয়াডে লজ্জাজনক অষ্টম স্থান অধিকারের পরে গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপ জয় করেন সোধি৷

সোনা জয়ের পরে সোধি বলেন, ‘‘জোরে বাতাসের কারণে আজকে খেলতে কষ্ট হয়েছে৷ আমি হয়তো প্রথম পর্বের পরেই পিছনে পড়ে যেতাম, কিন্তু খুব বেশি চাপ থাকার কারণে চূড়ান্ত পর্বের খেলাটা সবসময়ই অন্যরকম হয়৷'' এই ভারতীয় শ্যুটার বলেন, ‘‘যে কোন খেলোয়াড়ই অনেক ধরনের লক্ষ্য স্থির করে খেলা শুরু করেন৷ কিন্তু খেলা শুরু হয়ে যাবার পরে পরিস্থিতি বদলে যায়৷ এতো কঠিন পরিস্থিতিতে ভালো শ্যুট করতে পেরেছি এটি আমার সৌভাগ্য৷''

এশিয়ান গেমসের শ্যুটিং-এ রুপা জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের ডালমুক আল-মাকতুম৷ কাতারের হামাদ আল-মারি পেয়েছেন ব্রোঞ্জ পদক৷ শ্যুটিং-এর দলীয় টাইটেলে চীন সোনা জয় করেছে৷ তাদের অর্জিত পয়েন্ট ৪১৪৷ দলীয়ভাবে কাতার দ্বিতীয় স্থান অধিকার করে রুপা জিতেছে৷ তাদের পয়েন্ট ৪০৭ এবং ভারত দলীয়ভাবে ৪০৩ পয়েন্ট পেয়ে দলীয়ভাবে ব্রোঞ্জ পদক পেয়েছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান