1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়ান কাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

১০ জানুয়ারি ২০১১

দীর্ঘ সাতাশ বছর পর এশিয়ান কাপের ফুটবলে ভারত আবার প্রতিদ্বন্দ্বীতায়৷ আজ সোমবার তারা মুখোমুখি হচ্ছে এশিয়া চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে৷

https://p.dw.com/p/zvbb
এশিয়ান কাপ, ফুটবল, ভারত, অস্ট্রেলিয়া, কাতার, দোহা, ডয়চে ভেলে, অনুশীলন, জাতীয়, আন্তর্জাতিক
ছবি: www.the-afc.com

গত ছয়মাস ধরে ভারতের জাতীয় ফুটবল দল ক্রমাগত কঠিন অনুশীলন করেছে৷ অনুশীলন করেছে তারা এবারের এশিয়ান কাপে কিছু করে দেখানোর লক্ষ্য নিয়ে৷ এই অনুশীলন পর্বের জন্যও আলাদা বন্দোবস্তো করেছে ভারতের ফুটবল ফেডারেশন৷ জাতীয় দলে নির্বাচিত সব খেলোয়াড়কে যার যার ক্লাব থেকে তুলে এনে প্রশিক্ষণ শিবিরে রাখা হয়েছে৷ বিশেষ বেতন, বিশেষ কোচ, দু'মাস করে পর্তুগাল আর দুবাইতে রেখে বিশেষ প্রশিক্ষণ সহ ব্যবস্থা ছিল সবকিছুরই৷

এই দীর্ঘ, কঠিন প্রশিক্ষণের লক্ষ্য ছিল একটাই৷ আন্তর্জাতিক মানে না হোক, এশিয়ার মধ্যে ভারতীয় ফুটবলকে নতুন করে মেলে ধরার যে সম্ভাবনা ২০১১ সালের এশিয়ান কাপে পাওয়া গেছে, সেটাকেই সম্পূর্ণরূপে কাজে লাগানো৷

কিন্তু টুর্নামেন্ট শুরুর আগে থেকেই একের পর এক চোট আঘাতের সমস্যায় জেরবার হয়ে পড়তে থাকে ভারতীয় জাতীয় ফুটবল দল৷ চোট পেয়ে ইতিমধ্যেই মাঠের বাইরে অ্যান্টনি পেরেইরা, সমীর নায়েক এবং অরিন্দম ভট্টাচার্য৷ কাফ মাসলে চোট পেয়ে অনিশ্চিত খোদ জাতীয় দলের ক্যাপ্টেন বাইচুং ভুটিয়া নিজেও৷ তার ওপর, সর্বশেষ দুঃসংবাদ পাওয়া গেছে দলের নির্ভরযোগ্য স্ট্রাইকার সুশীলকুমার সিং-এর সাসপেনশনের খবরে৷ গত বছরে এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচে লালকার্ড দেখা সুশীলকুমার দু'টি ম্যাচের জন্য মাঠের বাইরে৷ ফলে সোমবার তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টুর্নামেন্টের শুরুর ম্যাচে নামতে পারছেন না৷

সব মিলিয়ে তাই খুব একটা ভালো জায়গায় নেই ভারত৷ তাছাড়া এই টুর্নামেন্টে যে গ্রুপে পড়েছে ভারত, সেটাও যথেষ্ট কঠিন৷ এশিয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তো আছেই, এই গ্রুপেই আছে আরেকটি শক্তিশালী এশিয়ান ফুটবল দল বাহরিন এবং দক্ষিণ কোরিয়া৷ ফলে এই টুর্নামেন্টে ঠিক কতটা কী করতে পারবে শেষ পর্যন্ত ভারত, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে৷

তারপরেও কিন্তু দলের দলগত খেলা নিয়ে খুবই আশাবাদী অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট সুব্রত দত্ত৷ ডয়চে ভেলেকে তিনি জানান, চোট আঘাতের সমস্যা থাকলেও সর্বশক্তি দিয়ে ভালো ফুটবল খেলার আপ্রাণ চেষ্টা করবে ভারত৷ সুব্রত মনে করেন, এই আসরে ভারত যে উন্নত মানের ভালো ফুটবলের নমুনা দেখাতে সক্ষম হবে সে বিষয়ে তিনি সম্পূর্ণ নিশ্চিত৷

প্রতিবেদন: অরুনাভ চৌধুরী, দোহা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়