1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এল ক্লাসিকো’তে জয় হলো না কারও

১৭ এপ্রিল ২০১১

বার্সেলোনা আর রেয়াল মাদ্রিদের মধ্যে হয়ে গেল ‘এল ক্লাসিকো’৷ স্প্যানিশ ফুটবল লীগ ‘লা লিগা’র এই ম্যাচে কেউ কাউকে হারাতে পারেনি৷ ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি৷

https://p.dw.com/p/10uuZ
মেসি, রোনাল্ডো: গোল পেয়েছেন দুজনই

গোল পেয়েছেন দুই দলের দুই প্রধান তারকা৷ অর্থাৎ বার্সেলোনার লিওনেল মেসি ও রেয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ দুটো গোলই এসেছে পেনাল্টি থেকে৷ দ্বিতীয়ার্ধে প্রথম ভাগে পেনাল্টি থেকে গোল করে বার্সাকে এগিয়ে নিয়ে যান মেসি৷ স্প্যানিশ লীগের এই মৌসুমে মেসির এটা ৩০ তম গোল৷ সব মিলিয়ে অবশ্য সংখ্যাটা ৪৯৷ যে কারণে বার্সা পেনাল্টি পায় সে কারণে রেয়ালের এক খেলোয়াড়কে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়৷ ফলে বাকীটা সময় ১০ জনকে নিয়ে লড়তে হয়েছে রেয়ালকে৷ তবে তারপরও খেলার ৮২ মিনিটের মাথায় গোল পেয়ে যায় রেয়াল৷ এবং সেটাও পেনাল্টি থেকে৷ গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ মেসির মত রোনাল্ডোর এই মৌসুমে ‘লা লিগা'য় ৩০ তম গোল৷

কিন্তু ম্যাচ ড্র হওয়ায় আদতে বার্সারই লাভ হয়েছে৷ কারণ এর ফলে রেয়ালের চেয়ে আট পয়েন্টে এগিয়ে থাকলো বার্সেলোনা৷ অর্থাৎ পরপর তিনবার স্প্যানিশ শিরোপা জেতার পথে অনেকটাই এগিয়ে গেলো মেসির দল৷ অবশ্য এবারের ম্যাচে জয় পেলে শিরোপাটা অনেকটাই নিশ্চিত করে ফেলতে পারতো বার্সা৷ এছাড়া ড্র হওয়ার কারণে টানা পাঁচ ম্যাচ পর বার্সেলোনার বিপক্ষে হার এড়াতে পারলো রেয়াল মাদ্রিদ৷

তিনটি এল ক্লাসিকো

আগামী তিন সপ্তাহের মধ্যেই তিনটি এল ক্লাসিকো হবে৷ এর মধ্যে প্রথমটি হবে বুধবার৷ সেটা কিংস কাপের ফাইনাল৷ এরপর চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে দুবার মুখোমুখি হবে দুদল৷ উল্লেখ্য, মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সা ৫-০ গোলে রেয়াল মাদ্রিদকে পরাজিত করেছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়