1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘এলিয়েন-রা’ আমাদের মাঝেই হেঁটে বেড়াচ্ছে : জরিপ

১০ এপ্রিল ২০১০

ভিনগ্রহের প্রাণী বা ‘এলিয়েন’ আছে এবং তারা আমাদের মাঝেই মানুষের ছদ্মবেশে হাঁটছে, চলছে, ঘুরে বেড়াচ্ছে, বাস্তবে তার প্রমাণ মিলুক বা না মিলুক অন্ততপক্ষে প্রতি পাঁচ জনে একজন মানুষ এমনটাই বিশ্বাস করে৷

https://p.dw.com/p/MsTD
জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বিক্ষোভে এলিয়েনরূপী মানুষছবি: AP

এলিয়েন এর অস্তিত্ব আছে কি নেই, থাকলে তারা কোথায় কিভাবে রয়েছে এ নিয়ে ‘রয়টার্স ইপসস' এর এক বিশ্ব জরিপের ফলাফলে মানুষের এই বিশ্বাস প্রতিফলিত হয়েছে৷

২২টি দেশের ২৩,০০০ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর এ জরিপ চালানো হয়েছে৷ এতে দেখা গেছে ভারত এবং চীনের মতো দেশগুলোতে এ বিশ্বাস সবচাইতে বেশি৷ সেখানে প্রায় ৪০ শতাংশ মানুষ বিশ্বাস করে এলিয়েন'রা মানুষের ছদ্মবেশে আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে৷ অন্যদিকে বেলজিয়াম, সুইডেন এবং নেদারল্যান্ডস এর মতো দেশগুলোতে এ বিশ্বাস অনেক কম, সেখানকার ৮ শতাংশ মানুষ এমনটা মনে করে৷

Screenshot des Computerspiels Unreal Tournament III
জনপ্রিয় ভিডিও গেম ‘আনরিয়্লে টুর্নামেন্ট থ্রি’-তে এলিয়েনের সঙ্গে সুপার-সৈনিকদের যুদ্ধছবি: AP/Midway

অবশ্য, বিশ্বজুড়ে বেশিরভাগ মানুষই এলিয়েন এর অস্তিত্বে বিশ্বাস করে না৷ সব দেশ মিলিয়ে এই হার গড়ে ৮০ শতাংশ৷

বাজার গবেষণা সংস্থা ইপসস এর ভাইস প্রেসিডেন্ট জন রাইট বলেন, ‘‘জরিপের ফলাফলে এটা মনে হচ্ছে যে, জনসংখ্যা বেশি হওয়ার সঙ্গে এলিয়েন-এ বিশ্বাস বেশি থাকার হয়তো একটা সম্পর্ক আছে৷ কেননা কম জনসংখ্যার দেশের মানুষের মধ্যে এ বিশ্বাস তুলনামূলকভাবে কম৷''

তিনি বলেন, ‘‘এর কারণ হয়তো খুব সাধারণ যে, কম জনসংখ্যার দেশে হয়তো বেশিরভাগ মানুষই তাদের প্রতিবেশীদের তুলনামূলকভাবে বেশি চেনে জানে৷''

এছাড়া দেখা গেছে, এলিয়েন-এ বিশ্বাস নারীদের তুলনায় পুরুষদের মধ্যে বেশি৷ পুরুষদের মধ্যে এ বিশ্বাস ২২ শতাংশ হলেও নারীদের মধ্যে তা ১৭ শতাংশ৷ আর ধনী-দরিদ্র নির্বিশেষে অপেক্ষাকৃত কম বয়সিদের মধ্যে, বিশেষত ৩৫ বছরের কম বয়সিদের মধ্যে এলিয়েন-এ বিশ্বাস বেশি৷

প্রতিবেদক : মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক