1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এভারেস্ট চূড়ায় দ্বিতীয় বাংলাদেশি মুহিত

২২ মে ২০১১

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন ভোলার এমএ মুহিত৷ বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব - বিএমটিসি’র এ সদস্য শনিবার এভারেস্ট জয় করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে৷

https://p.dw.com/p/11LC3
দীর্ঘদিন ধরেই এভারেস্ট জয়ের স্বপ্ন দেখেছেন মুহিত, এবার পূরণ হলো তাঁর স্বপ্নছবি: Samir Kumar

গত বছরের ২২ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম৷ তিনি দেশের পর্বতারোহীদের আরেক সংগঠন নর্থ আলপাইন ক্লাবের সদস্য৷

বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচারণা বিভাগের মহাপরিচালক শামীম এহসানের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এই খবর৷ শামীম এহসান বলেন, ‘‘ঢাকাস্থ নেপালি দূতাবাস শনিবার সন্ধ্যায় আমাদের জানিয়েছে, মুহিত এভারেস্ট জয় করেছেন৷'' ডয়চে ভেলের সাথে একান্ত সাক্ষাৎকারে বিএমটিসি'র প্রতিষ্ঠাতা ইনাম আল হকও মুহিতের এভারেস্ট জয়ের খবর জানিয়েছেন৷

M A Muhit
এস এম মুহিতছবি: Samir Kumar

ইনাম আল হক বলেন, ‘‘পহেলা এপ্রিল সে বাংলাদেশ থেকে রওয়ানা দেয়৷ শনিবার সন্ধ্যায় নেপালের ডেপুটি চিফ অব মিশন কৃষ্ণচন্দ্র আড়িয়াল আমাকে ফোনে জানিয়েছেন, মুহিত এভারেস্ট জয় করেছে৷ এখনো মুহিতের সঙ্গে কথা হয়নি৷ কাল সোমবার অ্যাডভান্স বেসক্যাম্পে এলে তার সঙ্গে কথা হবে বলে আশা করছি৷''

২০০৩ সালে বিএমটিসি প্রতিষ্ঠার পর ক্লাবের লক্ষ্য ছিলো ১০ বছরের মধ্যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ জয় করার৷ মাত্র আট বছরেই তা অর্জিত হওয়ায় উচ্ছ্বসিত ইনাম৷ তিনি বলেন, ‘‘দেশের পর্বতারোহীরা চেষ্টা করলে সবই সম্ভব৷ মুহিত তা প্রমাণ করেছেন৷''

গত বছর মুসা ইব্রাহীমের সঙ্গে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ৮ হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় না করেই ফিরতে হয়েছিলো মুহিতকে৷ ৪১ বছর বয়সি মুহিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান