1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার স্যান্টা ক্লজ’এর নেপাল যাত্রা

২২ ডিসেম্বর ২০১০

রাজার শাসিত হিন্দু রাজ্য নেপাল ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে পরিণত হওয়ার চার বছর পর থেকে সেদেশে বসবসরত খ্রিষ্টানরা আর রাষ্ট্রীয় হয়রানির মুখে পড়ছেন না৷ বলুন তো, এই নতুন হাওয়ায় আসন্ন বড়দিনে কে নেপালে যাচ্ছেন ? স্যান্টা ক্লজ৷

https://p.dw.com/p/zoI5
Santa
নেপালের পথে স্যান্টা ক্লজছবি: picture-alliance/ dpa

স্যান্টা ক্লজ তাঁর বিভিন্ন যাত্রায় সাধারণত বল্গাহরিণ চালিত স্লেজ গাড়িতে করে মালপত্র বহন করে থাকেন৷ এগুলো উপহার৷ কিন্তু এবারের নেপাল সফরে তাঁর সঙ্গে থাকছে সেই সব জিনিস যেমন নৌকা, ট্রাক, রিক্সা - যেগুলো নেপালের রাস্তাঘাট ও হ্রদে চলাচল করে এবং তাঁর ছালার ভেতরে থাকছে কিছু অদ্ভূত ধরনের উপহার, একটা কৃত্রিম পা, একটা হুইল চেয়ার৷ তাঁর সঙ্গে থাকছেন একজন ফিজিওথেরাপিস্টও৷

নেপালের সবচেয়ে পুরনো আন্তর্জাতিক একটি বেসরকারি সংস্থা - ইন্টারন্যাশনাল নেপাল ফেলোশিপ-আইএনএফ এর সৌজন্যে স্যান্টা ক্লজ নেপাল ভ্রমণে যাচ্ছেন৷ এই সংস্থা এইডস-এইচআইভিতে আক্রান্তদের, কুষ্ঠ রোগী এবং পঙ্গুদের দেখাশোনা করে থাকে৷

Adventskalender Bild 11
বল্গাহরিণ চালিত স্লেজ গাড়িতে স্যান্টাছবি: picture-alliance / Helga Lade Fotoagentur GmbH, Ger

সংস্থাটি স্যান্টা ক্লজ'এর নেপাল সফর উপলক্ষ্যে স্যান্টা'র আইএনএফ সফর নামে তিন মিনিটের একটি ভিডিও ফিল্ম তৈরি করেছে৷ নেপালের রাজধানী কাঠমান্ডু এবং পোখারার আশেপাশে ফিল্মটির শুটিং করা হয় ৷ সংস্থার যোগাযোগ বিষয়ক পরিচালক মারিন হিকে বলেন, শুটিং এর সময় সকলে খুব আনন্দ স্ফূর্তি করে৷ তিনি বলেন, জনসাধারণ রাস্তায় ফিল্মের কলাকুশলীদের থামিয়ে স্যান্টার সাথে ছবি তোলে এবং এতে তারা খুব খুশি হয়৷ ফিল্মেও এটা স্পষ্ট হয়ে উঠেছে৷

নেপালে কাজ করার আগে আইএএফ সংস্থাটি কাজ করেছে ভারতে৷ সেই ১৯৪৩ সালে এই সংস্থা সেখানে রেজিস্ট্রেশন পায়৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক