1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার মোবাইলে মনোযোগ দিচ্ছে ইয়াহু

১৬ জুন ২০১০

চলার পথে এখন ইন্টারনেটে ব্রাউজিং অনেকটাই সহজ করে দিয়েছে মোবাইল ফোন৷ এর ব্যবহারকারীও বাড়ছে দিনকে দিন৷ বিষয়টি নজরে এসেছে সার্চ ইঞ্জিন ইয়াহুরও৷ আর তাই আলাদা একটি মোবাইল ডিভাইস আনতে যাচ্ছে তারা৷

https://p.dw.com/p/Ns1K
ছোট পর্দায়ও পাকাপাকি স্থান করে নিতে চায় ইয়াহুছবি: DPA

ধরুন ইন্দোনেশিয়ার কথা, যেখানে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কম্পিউটারকে ছাড়িয়ে গেছে৷ ভারতে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী এখন ২ কোটি হলেও এ সংখ্যা বাড়ছে৷ বলা হচ্ছে, পুরো এশিয়ায়ই এ হার বাড়ছে৷ অচিরেই দেখা যাবে, ইউরোপিয়ানদের চেয়ে এশিয়ানরাই মোবাইলে ইন্টারনেট বেশি ব্যবহার করছে৷

ইয়াহুর কর্তারা মনে করছেন, ভারত আর ইন্দোনেশিয়ার পাশাপাশি ফিলিপাইন্স, ভিয়েতনাম, থাইল্যান্ড, ও মালয়েশিয়া মোবাইল ইন্টারনেটের বড় বাজার হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে৷ এ বিষয়টি মাথায় রেখে ইয়াহুর এ পরিকল্পনা৷

সিঙ্গাপুরে এক টেলিকম মেলায় ইয়াহু মোবাইলের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক মাটিয়াস কুনসে বলেন, ‘‘আমরা দেখছি, বিশাল একটি সংখ্যার মানুষ জীবনে প্রথম ইন্টারনেট ব্যবহার করার অভিজ্ঞতা নিচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে৷ তাই তথ্য প্রযুক্তির প্রসারে মোবাইল ফোনের ভূমিকা অগ্রগণ্য হয়ে উঠেছে৷''

মাটিয়াস'এর ভাষায়, বিশ্বে এখন সম্ভবত মোবাইল ফোনের চেয়ে যে জিনিসটি বেশি আছে, তা হলো টুথব্রাশ৷ তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার এ সময়ে ইয়াহুর নতুন পরিকল্পনা বেশ সময়োপযোগী৷

নতুন মোবাইল ফোনটির একটি বাটন চাপলেই পাওয়া যাবে ইয়াহুর সব সেবা৷ তাতে সহজেই মেল দেখা, অনলাইন চ্যাট, বিশ্বের এই প্রান্ত থেকে অন্য প্রান্তের খবরাখবর জানা যাবে নিমিষেই৷ আগামী জুলাই মাসের শেষ ভাগেই মোবাইল সেটটি এশিয়ার বাজারে ছাড়তে চায় ইয়াহু৷ এর দাম হবে ১০০ ডলারের কম৷ ইয়াহুর এ ফোনটি তৈরি করছে চীনের টিসিটি মোবাইল৷

বাজার ধরতে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইয়াহু৷ মাটিয়াস বলেন, ‘গত ২৪ মাসে পৃথিবী অনেক বদলেছে৷ আর এ পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে হচ্ছে আমাদেরও৷'

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন