1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার ‘নায়িকা’র ভূমিকায় নায়িকা ঐশ্বর্য

১০ মে ২০১১

বলিউডের প্রথম যুগের নায়িকাদের জীবনের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে ‘হিরোইন’ নামের চলচ্চিত্র৷ কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে মূল চরিত্রে ঐশ্বর্য রাই বচ্চনের নাম ঘোষণা করা হবে৷

https://p.dw.com/p/11Cij
১৩ই মে কান চলচ্চিত্র উৎসবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এই ছবির খবর
ঐশ্বর্য রাই বচ্চনছবি: AP

নতুন করে ঐশ্বর্য রাই বচ্চনের পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই৷ বলিউডের এই নায়িকা কোনো গণ্ডিতেই আবদ্ধ নেই৷ শুধু ভারত নয়, আন্তর্জাতিক মঞ্চেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি৷ ফ্রান্সের বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় এর আগেও তিনি বেশ কয়েকবার পা রেখেছেন৷ এবারের উৎসবেও থাকছেন ঐশ্বর্য৷ ১৩ই মে সেখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে তাঁর পরবর্তী প্রকল্পের খবর৷ ছবির নাম ‘হিরোইন', অর্থাৎ নায়িকা৷ পরিচালক মধুর ভাণ্ডারকর৷ জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই পরিচালকের ঝুলিতে অনেক সফল ছবি রয়েছে৷

Actress Aishwarya Rai, right, and actress Eva Longoria, left, arrive on the red carpet for the premiere for the film "Robin Hood", at the 63rd international film festival, in Cannes, southern France, Wednesday, May 12, 2010. (AP Photo/Loic Venance, Pool)
ছবি: AP

মধুবালা বা মীনা কুমারীর মতো অতীতের অভিনেত্রীদের জীবনের উপর ভিত্তি করেই ‘হিরোইন' ছবির চিত্রনাট্য লেখা হয়েছে৷ তাদের সেই সৌন্দর্যের সঙ্গে আজকের নায়িকাদের বৈশিষ্ট্য মেলানো কঠিন৷ তাই ‘হিরোইন' চরিত্রে প্রথমে ঐশ্বর্য নয় – কারিনা কাপুরের নাম ভাবা হয়েছিল৷ কারিনা অবশ্য চিত্রনাট্য পড়ে ও বেশ কয়েকবার আলোচনার পর এই চরিত্রে অভিনয় করতে প্রত্যাখ্যান করেছেন৷ কেন, সেটা কেউ জানে না৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আরাফাতুল ইসলাম