1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইইউ ঐক্যবদ্ধ রয়েছে’

৩ এপ্রিল ২০১৭

এককালে ব্রেক্সিটের প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের প্রতি চরম তাচ্ছিল্য দেখিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এবার তিনি ইইউ'র প্রশংসা করে বললেন, ব্রেক্সিট সত্ত্বেও ভালো ঐক্য দেখাচ্ছে এই ভোট৷

https://p.dw.com/p/2aX5d
ট্রাম্প ফারাজ
ছবি: picture-alliance/AP Photo/G. Herbert

ফাইনানশিয়াল টাইমস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প স্বীকার করে নিয়েছেন যে, তিনি ভাবতে পারেননি ইউরোপীয় ইউনিয়ন এমন ঐক্য দেখাবে৷ তাঁর মনে হয়েছিল, ব্রিটেনের দেখাদেখি অন্য কিছু সদস্য দেশও ইইউ ত্যাগ করার উদ্যোগ শুরু করবে৷ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তারা এই ধাক্কা সামলে নিয়ে বরং ঐক্যবদ্ধ হয়েছে৷ সেইসঙ্গে তিনি মনে করেন, ব্রেক্সিটের ফলে ব্রিটেন এবং ইউরোপ, দুই পক্ষেরই আদতে লাভহবে৷

উল্লেখ্য, এর আগে জার্মানির বিল্ড ও ব্রিটেনের টাইমস সংবাদপত্রের সঙ্গে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ গণভোটের রায়ের প্রশংসা করে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য ভেঙে পড়ার পূর্বাভাষ দিয়েছিলেন৷

এদিকে ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য রাষ্ট্রদূত এক টেলিভিশন সাক্ষাৎকারে ইইউ-কে সতর্ক করে দিয়ে বলেছেন, ব্রেক্সিট সংক্রান্ত আলোচনায় ব্রিটেনকে শাস্তি দিলে ইইউ'র ক্ষতি হবে৷

সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার ব্রেক্সিটের প্রশ্নে ট্রাম্পের আগের অবস্থানের কড়া সামলোচনা করেছিলেন৷ ইইউ'র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে তিনিও যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যের স্বাধীনতার পক্ষে মুখ খুলতে পারেন৷

ফাইনানশিয়াল টাইমসের সঙ্গে সাক্ষাৎকারে ট্রাম্প আরও অন্য কিছু বিষয়ে বক্তব্য রাখেন৷

এসবি/এসিবি (এএফপি, এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য