1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবার আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতায় নামছে উইপ্যাড

৩ মে ২০১০

বার্লিন ভিত্তিক কোম্পানি নিওফনি একটি ট্যাবলেট কম্পিউটার বের করার পরিকল্পনার কথা আগেই ঘোষণা করেছে৷ নাম তার উইপ্যাড৷ অ্যাপেলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করতেই বাজারে নামছে উইপ্যাড৷

https://p.dw.com/p/NCyy
অ্যাপেলের আইপ্যাডের সঙ্গে প্রতিযোগিতা করতেই বাজারে নামছে উইপ্যাডছবি: AP

জার্মান কোম্পানি নিওফনির তৈরি উইপ্যাড বাজারে নামতে যাচ্ছে আগস্ট মাসে৷ অর্থাৎ জার্মানির বাজারে আইপ্যাড আসার আগেই উইপ্যাড চলে আসতে পারে৷ নিওফনির জিএমবিএইচ নামের একটি কোম্পানির তৈরি উইপ্যাডে আইপ্যাডের চেয়েও বেশি প্রযুক্তি থাকবে বলে উল্লেখ করা হচ্ছে৷ ছোট্ট ডিভাইসটিতে পড়া যাবে পত্রিকা, বই, ম্যাগাজিন, দেখা যাবে ফিল্ম এবং সার্চ করা যাবে অনলাইন৷ আর উইপ্যাডের দাম পড়বে ৪৪৯ এবং ৫৬৯ ইউরো৷ ডলারে প্রায় ৬১০ এবং ৭৭০ ডলার৷

কোম্পানির প্রধান হেলমুট হোফার ফন আংকার্সহোফেন আইপ্যাড বাজারে আসার আগেই সম্প্রতি সাংবাদিকদের সামনে উইপ্যাডের বৈশিষ্ট তুলে ধরেন৷ তিনি বেশ মজা করেই বলেছেন, সিঙ্গুলার আই-এর চেয়ে প্লুরাল উই-এর কার্যকারিতা বেশি৷ তিনি বলেন, ‘‘বার্তামাধ্যমে আমাদের আইপ্যাড-কিলার হিসেবে দেখা হচ্ছে৷ আমরা কিন্তু নিজেদের এভাবে দেখছিনা৷ গাড়ি যেমন অনেক রকমের আছে, ঠিক সেরকম অনেক ধরণের ট্যাবলেট পিসিও বাজারে আসবে৷ উইপ্যাডের মধ্য দিয়ে আমরা আইপ্যাডের একটা বিকল্প তৈরি করেছি৷ সুনির্দিষ্ট চাহিদার সুনির্দিষ্ট কিছু গ্রুপকে লক্ষ্য করেই আমাদের এই উদ্ভাবন৷ এটা দারুণ এবং আইপ্যাডের চেয়ে উন্নততর একটি যন্ত্র৷ তবে আমি নিজের জন্য উইপ্যাডের বাইরে অতিরিক্ত এক আইপ্যাডও কিনবো৷''

WePad Tablet PC der Firma Neofonie
নিওফনি কোম্পানির প্রধান হেলমুট হোফার ফন আংকার্সহোফেন সাংবাদিকদের সামনে উইপ্যাডের বৈশিষ্ট তুলে ধরছেনছবি: AP

আংকার্সহোফেন ১৯৯৮ সালে নিজের কোম্পানি শুরুর আগেই সার্চ ইঞ্জিন ফায়ারবল-এর নকশা করেন৷ আর এর মধ্যে দিয়েই শুরু হয় তাঁর ব্যবসায়িক উদ্যোগ৷ তাঁর কোম্পানির কর্মী সংখ্যা ১৭০ জন৷ আংকার্সহোফেন জোরের সঙ্গে বলেন, যে উইপ্যাড আইপ্যাডের চেয়ে অনেক কিছুই বেশি করতে পারে৷ তিনি বলেন, এবং শুধু নকশার দিক দিয়েই আইপ্যাড একটু বেশি আকর্ষণীয়৷ তার মানে হচ্ছে উই প্যাড কি কি করতে পারে তা নিয়ে বেশি মাতামাতির প্রয়োজন নেই৷

নিশ্চই জানতে ইচ্ছে করছে উইপ্যাড দেখতে কেমন ? উইপ্যাড প্রস্থে ২৯ এবং দৈর্ঘে ১৯ সেন্টিমিটার৷ সাথে রয়েছে একটি ওয়েবক্যাম, দুটি ইউএস বি সংযোগ এবং একটি মেমোরি কার্ড রিডার৷ এশিয়ায় যেটি তৈরি হচ্ছে সেটি হবে ১৬ এবং ৩২ গিগাবাইট মডেল৷ এবং একটি এস ডি কার্ডের মাধ্যমে মেমোরি ক্যাপাসিটিও বেশি হবে৷ এছাড়াও উইপ্যাডে অতিরিক্ত কী বোর্ড ব্যবহার করা যাবে৷ ডিজিটাল ক্যামেরা থেকে সরাসরি ডিসপ্লে তে ছবি দেখা যাবে৷

আইপ্যাডের সঙ্গে পার্থক্যের কথা বলতে গিয়ে তিনি জানান, ‘‘আইপ্যাডের সঙ্গে আমাদের বড় পার্থক্য হল৷ উইপ্যাডে দুটি স্ট্যান্ডার্ড ইউএসবি টু পয়েন্ট জিরো প্লাগ পয়েন্ট আছে৷ এটা গুরুত্বপূর্ণ কেন ? আমার ইউএসবি স্টিক আমি সহজেই যন্ত্রে ঢুকিয়ে স্টিকে ধারণ করা ডেটা নিয়ে কাজ করতে পারি৷ এতে একটা ওয়েবক্যামও আছে৷ উইপ্যাডে স্কাইপও করা যাবে৷ শুধু অডিও নয়, ভিডিও কনাফারেন্সও করা সম্ভব হবে৷''

আর উইপ্যাডের চাহিদা ? জানা গেছে, আগে থেকেই প্রায় ২০ হাজার উইপ্যাডের অর্ডার দেয়া হয়েছে৷ ট্যাবলেটটির জন্যে আরো প্রায় ১০ হাজার আবেদনপত্র পরতে পারে বলে আশা করা হচ্ছে৷ এছাড়া যারা গান ডাউনলোড করতে চান তাদের জন্যে উইপ্যাডে রয়েছে বাড়তি সুবিধা৷ ইচ্ছে করলেই যেকেউ উইপ্যাডে গান সংরক্ষণ করতে পারবেন৷ এইজন্যে আলাদা কোন সফটওয়্যারের প্রয়োজন হবে না৷ উল্লেখ্য, এই ক্ষেত্রে আইপ্যাডের জন্য ব্যবহারকারীদের অ্যাপেলেরই আইটিউনস সফটও্যারটির প্রয়োজন হবে৷

প্রতিবেদক : ফাহমিদা সুলতানা

সম্পাদনা : আব্দুল্লাহ আল- ফারুক