1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এবছর সবচেয়ে ব্যবসা সফল তারকা ডিক্যাপ্রিও

২২ ডিসেম্বর ২০১০

বছর প্রায় শেষ হয়ে এলো৷ তাই সবখানে চলছে বিদায়ী বছরের হিসাব নিকাশ৷ হলিউড-ও এর ব্যতিক্রম নয়৷ এই বছরে সবচেয়ে ব্যবসা সফল তারকা হিসেবে নাম কামিয়েছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও৷ এরপর রয়েছেন নতুন সেনসেশন মিয়া ওয়াশিকভস্কা৷

https://p.dw.com/p/zo9l

চলতি বছরে ডিক্যাপ্রিওর দুটি ছবি মুক্তি পেয়েছে, আর দুটিই দারুণ হিট করেছে৷ প্রথমে ‘শাটার আইল্যান্ড' এবং পরে নতুন ধরণের সায়েন্স ফিকশন ‘ইন্সেপশন'৷ চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল ১৫ ছবির তালিকায় জায়গা পেয়েছে এই দুটি ছবি৷ আর ছবি দুটি ব্যবসা করেছে ১.১ বিলিয়ন ডলারেরও বেশি৷ এর মধ্যে ‘ইন্সেপশন' একাই করেছে ৮২৫ মিলিয়ন ডলারের৷ তবে থ্রিডি ভার্সনের হিসাব এতে ধরা হয়নি৷ তাহলে ছবির আয় আরও অনেক বেশি হবে৷

যদিও চলতি বছরে তেমন কোন পুরস্কার জোটেনি ডিক্যাপ্রিওর কপালে, তবে পকেট ভারী হয়েছে তাঁর অন্য সবার চেয়ে বেশি৷ ‘ইন্সেপশন' এ অভিনয় করার জন্য ৫০ মিলিয়ন ডলার নিয়েছেন ডিক্যাপ্রিও৷ এছাড়া ছবির ডিভিডি বিক্রির অর্থের একটা অংশও যাচ্ছে তাঁর পকেটে৷

এর পরেই যিনি এসেছেন তিনি হলেন নতুন চমক মিয়া ওয়াশিকভস্কা৷ ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এর অন্যতম এই অভিনেত্রী এই বছরের দ্বিতীয় সেরা ব্যবসাসফল অভিনেত্রী৷ কারণ তাঁর অভিনীত এই ছবি বিদায়ী বছরে দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছে৷ এর পরিমাণ হলো এক বিলিয়ন ডলার৷ এর বাইরে তাঁর অভিনীত ‘দ্য কিডস আর অল রাইট' ছবিটি আয় করেছে ২৯ মিলিয়ন ডলার৷ সব মিলিয়ে বেশ ভালো দেখিয়েছেন মিয়া ওয়াশিকভস্কা৷

ছবি, সিনেমা, চলচ্চিত্র, হলিউড, লিওনার্ডো, ডিক্যাপ্রিও, লিওনার্দো, মিয়া, ওয়াশিকভস্কা, hollywood, leonardo, dicaprio, inception, shutter island, Mia, Johny, depp, Harry, potter, হ্যারি, পটার, অ্যাঞ্জেলিনা, জোলি, জনি, ডেপ, Jolie, Daniel, Radcliff
অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড ছবিতে মিয়া ওয়াশিকভস্কাছবি: Disney Enterprises, Inc.

এর পরেই রয়েছেন হলিউডের অন্যতম তারকা জনি ডেপ৷ তিনিও ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড' এ অভিনয় করেছেন৷ তার ওপর বছর শেষে অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে তাঁর নতুন ছবি ‘টুরিস্ট' মুক্তি পেয়েছে৷ এটিও বেশ ভালো সাড়া পেয়েছে৷ তারপর রয়েছেন ‘আয়রন ম্যান টু'-র তারকা রবার্ট ডাউনি৷ পঞ্চম স্থানে রয়েছে হ্যারি পটার খ্যাত তারকা ড্যানিয়েল ব়্যাডক্লিফ৷ তাঁর হ্যারি পটার সিরিজের নতুন ছবি ইতিমধ্যেই বছরের সেরা চতুর্থ ব্যবসা সফল ছবি হিসেবে জায়গা করে নিয়েছে বক্স অফিসে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান