এফএম ব্যান্ডে আপনাদের বাংলা অনুষ্ঠান খুবই চমৎকার | পাঠক ভাবনা | DW | 25.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এফএম ব্যান্ডে আপনাদের বাংলা অনুষ্ঠান খুবই চমৎকার

গত ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে খুলনায় ছিলাম৷ ওখানে এফএম ব্যান্ডে আপনাদের বাংলা অনুষ্ঠান খুবই চমৎকার শোনা গেল৷

২৩ তারিখ থেকে ঢাকায় আছি৷ এখানেও ঐ রকমই জোরালো ভাবে শোনা যাচ্ছে৷ ইস্ এভাবেই যদি আমরা শুনতে পেতাম তাহলে কতই সুখের হতো৷ এখন মিডিয়ামে অনুষ্ঠান শুনতে কতই না কষ্ট করতে হচ্ছে আমাদের৷ এফএম এর চেয়ে শর্ট ওয়েভ সম্প্রচারের খরচ অনেক কম৷ কর্তৃপক্ষ কীভাবে এতবড় একটা হঠকারী সিদ্ধান্ত নিয়ে ৮০ শতাংশ শ্রোতাকে অনুষ্ঠানের স্বাদ থেকে বঞ্চিত করলো ? এই চিঠির জবাব ই-মেলের মাধ্যমে দেয়ার অনুরোধ করছি৷

এস,এম,আবদুল্লাহ্ রানা, ডয়েচে ভেলে ফ্যান ক্লাব, ডাক: সুজানগর, পাবনা-৬৬৬০৷ বাংলাদেশ৷

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সামনে ২৬ মার্চ আমরা আমাদের এলাকায় একটি শ্রোতা সম্মেলন করতে যাচ্ছি৷ আপনাদের শ্রোতা বাড়ানোর জন্য আমরা নিয়মিত প্রচার প্রচারণা চালাই৷ আর এরই প্রেক্ষিতে আমাদের রেডিও ক্লাবের পক্ষ থেকে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি৷ আয়োজন হবে আমাদের এলাকার কতগুলো মাধ্যমিক বিদ্যালয়ে৷ বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের সাহায্য করবেন বলে সাহস যুগিয়েছেন৷ আশা করি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি আপনারাও আমাদের সাহাযার্থে এগিয়ে আসবেন৷ অর্থাৎ আপনারা যদি আপনাদের লোগো সমৃদ্ধ অথবা অন্য কোনো সামান্য পুরস্কার (হতে পারে বই,রেডিও,প্যাড ইত্যাদি) কুইজ বিজয়ীদের জন্য পাঠান তাহলে তারা খুবই খুশি হয়ে অনুষ্ঠান শোনায় উদ্বুদ্ধ হবে৷ আর আমরা যারা রেডিও ক্লাব থেকে কুইজ এবং সম্মেলনের ব্যবস্থা করছি তারা সবাই ছাত্র-ছাত্রী৷ তাই আমাদের কোনো অর্থ তহবিল নাই৷ আপনাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ জ্ঞান এবং আপনাদের অনুষ্ঠানের প্রচারের জন্য সামান্য কিছু পরিমাণ সাহায্য আমাদের করুন৷ তাহলে আজীবন কৃতজ্ঞ থাকব৷ প্লিজ এই অভাগাদের দিকে দৃষ্টিপাত করুন৷

সার্চিং নলেজ রেডিও ক্লাব, বাঘা, রাজশাহী, বাংলাদেশ

ডয়চে ভেলেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি৷ আমি রেডিওতে আপনাদের অনুষ্ঠান শুনি৷ বর্তমানে আমি মোবাইলে ইন্টারনেট ব্যবহার করছি এবং প্রথমবার আপনাদের লিখছি৷ ই-মেল প্রাপ্তি নিশ্চিত করে আমাকে অনুপ্রাণিত করবেন৷

বাশার, রংপুর, বাংলাদেশ৷

সংকলক: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সঞ্জীব বর্মন