1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এন্ডেভার’এর শেষযাত্রা শুরুর আগে আংটি বদল!

১৭ মে ২০১১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস’এর উদ্দেশ্যে পৃথিবী ছেড়ে গেল ‘এন্ডেভার’৷ গ্রিনিচ মান সময় সোমবার ১২টা ৫৬ মিনিটে মার্কিন এই মহাকাশ ফেরিটি মাটি থেকে শূন্যে উঠে যায়৷

https://p.dw.com/p/11HTR
The U.S. and orbiter flags wave in the breeze as the space shuttle Endeavour sits on Launch Pad 39-A at the Kennedy Space Center in Cape Canaveral, Fla., Sunday, May 15, 2011. Endeavour, and her crew of six astronauts, is scheduled to lift off Monday morning on a 16-day mission to the international space station. (AP Photo/Chris O'Meara)
যাত্রা শুরুর আগে এন্ডেভারছবি: AP

আগামী বুধবার সকাল সোয়া দশটায় আইএসএস'এ পৌঁছানোর কথা এন্ডেভারের৷ তারপর সেখানে থাকবে এ মাসের ৩০ তারিখ পর্যন্ত৷ তারপর পৃথিবীতে ফিরে আসবে জুনের ১ তারিখে৷ অর্থাৎ মোট ১৬ দিনের ভ্রমণ৷

এটাই হবে এন্ডেভারের শেষযাত্রা৷ এবার সফলভাবে ফিরে আসার পর তাকে পাঠিয়ে দেয়া হবে জাদুঘরে৷ যেমনটা করা হয়েছে আরেক মহাকাশ ফেরি ‘ডিসকভারি'র ক্ষেত্রে৷ গত মার্চে এটি শেষ বারের মতো আইএসএস'এ গিয়েছিল৷

এন্ডেভারের পর আরেক ফেরি ‘আটলান্টিস' শেষবারের মতো মহাকাশে যাবে জুলাইয়ে৷ এবং এর মাধ্যমেই সমাপ্তি ঘটবে মার্কিন মহাকাশ কর্মসূচির৷

এন্ডেভারে রয়েছেন ছয়জন নভচারী৷ এর মধ্যে পাঁচজন মার্কিনী ও একজন ইটালির৷ এই দলের নেতৃত্ব দিচ্ছেন মার্ক কেলি৷ তিনি মার্কিন কংগ্রেস সদস্যা গ্যাব্রিয়েল গিফোর্ডসের স্বামী৷ গিফোর্ডস গত জানুয়ারিতে দুষ্কৃতিকারীদের হাতে আহত হন৷ সেই থেকে তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন৷ তবে স্বামীকে বিদায় জানাতে কেনেডি স্পেস সেন্টারে উপস্থিত ছিলেন তিনি৷

গিফোর্ডসের এক সহকারী জানিয়েছেন যাত্রা শুরুর আগে কেলি ও গিফোর্ডস নিজেদের মধ্যে আংটি বিনিময় করেছেন৷ কেলি গিফোর্ডসের আংটিটি মহাকাশে নিয়ে গেছেন৷ আর গিফোর্ডস কেলির আংটিটি গলার মালার সঙ্গে যুক্ত করে নিয়েছিলেন৷

এছাড়া গিফোর্ডস তাঁর স্বামীর জন্য একটি গান নির্বাচন করে দিয়েছেন, যেটা শুনে কেলি ঘুম থেকে উঠবেন৷ সঙ্গে হাতে লেখা একটি চিঠিও দিয়েছেন বলে জানিয়েছেন গিফোর্ডসের ঐ সহকারী৷ অবশ্য সেটা এন্ডেভারের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল, যেন কেলি পরে সেটা পড়তে পারেন!

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী