এতিমখানায় শীতবস্ত্র বিতরণ | পাঠক ভাবনা | DW | 17.01.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশে সাম্প্রতিক কালের প্রচন্ড শীতে আক্রান্ত ছিন্নমূল মানুষের কথা মনে করে নর্থ অ্যামেরিকা রেডিও লিসনার্স ক্লাব এবং সৈয়দ ফাউন্ডেশন(শ্রীনগর)-এর যৌথ উদ্যোগে ...

গত ১৫ই জানুয়ারি ঢাকার শান্তিনগর বাজার এলাকায়, বিঞমপুরের শ্রীনগর এবং সিরাজগঞ্জ সদরে একটি এতিমখানায় ৫০টি কম্বল/শীতবস্ত্র ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছেন৷ এতে সহযোগিতা করেছেন লন্ডন প্রবাসী সৈয়দ মাহাবুব আলম, ভার্জিনিয়া প্রবাসী সৈয়দ ইফতেখায়রুল আলম, শাফিকুল আলাম এবং সাবিনা ইয়াসমীন হাবিবা৷ এ ব্যাপারে নর্থ অ্যামেরিকা রেডিও লিসনার্স ক্লাব সকল সদস্য অগ্রনী ভূমিকা পালন করেন৷ ভবিষ্যতে আরো সাহায্য/সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার ব্যপারে নর্থ অ্যামেরিকা রেডিও ক্লাবের সভাপতি সৈয়দ ইফতেখায়রুল আলম ডয়চে ভেলের সকল ক্লাবগুলোর প্রতি আহ্বান জানান৷ এ ব্যাপারে কোন উপদেশ বা প্রস্তাব থাকলে ডয়চে ভেলের অন্যান্য ক্লাবের যে কেউ ইমেল sialamus@gmail.com করতে পারেন৷ সৈয়দ ইকতেখারুল আলম, নর্থ অ্যামেরিকা রেডিও লিসনার্স ক্লাব, ২১১০৩, হান্টিংটন স্কয়ার, ২০২, স্টারলিং, ভিএ ২০১৬৬, ইউএসএ৷

এতো সুন্দর বাংলা ওয়েবসাইটের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ৷ নাজিমউদ্দিন, nazim.bangla.uddin44@gmail.com

আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা৷ আপনাদের নিউজলেটার প্রতিদিন আমার ইমেলে আসে কিন্তু বাংলা লেখা আসেনা৷ আপনারা কি অনুগ্রহ করে একটু বলবেন, কি করলে আমি বাংলায় নিউজলেটার পড়তে পারবো? মোঃ আবদুস সালাম সৌরভ, সিলেট৷

আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে এবং আমি একজন নিয়মিত শ্রোতা৷ আমি রণচন্ডি হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী৷ মোঃ মোশারফ হোসেন, কিশোরগঞ্জ, নিলফামারী৷

সবাইকে শীতের সকালের শুভেচ্ছা৷ ডয়চে ভেলের অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে৷ আপনারা যাঁরা বাংলায় অনুষ্ঠান করেন তাঁরা কি সবাই বাংলাদেশি ? মামুন-উর-রশীদ, শামসুদ্দিন ছাত্রাবাস, নতুন সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী৷

আমি একজন নিয়মিত শ্রোতা৷ ডয়চে ভেলের শ্রোতাদের নিয়ে সরাসরি টেলিফোনে মতামত জানানোর ব্যবস্থা করার অনুরোধ করছি৷ গোপাল চন্দ্র রায়, রাজপুর, লালমনিরহাট৷

আমি আপনাদের সংবাদ সবসময় শুনি, খুব ভালো লাগে৷ প্রতিদিন আইটি সম্পর্কে একটি প্রতিবেদন থাকলে খুব ভালো হয়৷ নুরুল আনোয়ার নোবেল, orbit.nobel@yahoo.com

সুপ্রিয় বন্ধুরা, অনেকেই আপনাদের কাছে অভিযোগ করে থাকেন যে, তাঁরা মিডিয়াম ওয়েভে ভালভাবে অনুষ্ঠান শুনতে পাননা৷ অথচ আমরা কিন্তু কুষ্টিয়ায় বসে খুব সুন্দরভাবে মিডিয়াম ওয়েভে এবং ঢাকা কেন্দ্র থেকে এফএম ৯৭.৬ মেগাহার্ত-এ ভালভাবে প্রিয় ডয়চে ভেলের সকাল ও রাতের অনুষ্ঠান শুনে থাকি৷এছাড়াও আমরা প্রতিদিন ডয়চে ভেলের দুর্দান্ত ওয়েবসাইট পরিভ্রমণ করে মনোগ্রাহী চমত্কার ও তথ্যসমৃদ্ধ সচিত্র রিপোর্ট ও প্রতিবেদনগুলো পড়ে মনের খোরাক মিটিয়ে থাকি৷ সব্বাস ডয়চে ভেলে! চালিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে৷ আপনাদেরই অতি পুরনো শ্রোতাবন্ধু - মোখলেসুর রহমান, বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল, কুষ্টিয়া৷

আপনাদের পাঠানো অনুষ্ঠান সূচি, উপহার এবং তথ্যসমৃদ্ধ পুস্তিকা পেয়ে খুবই খুশি৷ মোঃ মাহবুব আলম, নীহারিকা ছাত্রাবাস কলেজ পাড়া, কারমাইকেল কলেজ, রংপুর৷

মোনালিসা পর্বে শওকত আরা খাতুনের সাক্ষাৎকার ভালো লাগলো৷ পরে আরো রোমহর্ষক কাহিনী শুনতে চাই৷ শ্রীরামপুরে খুলনা থেকে সম্প্রচারিত ১০২ মেগাহার্ত-এ, শ্রবণমান পরিস্কার ছিলো, ধন্যবাদ৷ তাপস নাথ, শ্রীরামপুর, হূগলী৷