1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এগিয়ে সান্তোস, দ্বিতীয় দফা ভোট ২০ জুন

৩১ মে ২০১০

কলাম্বিয়ার রাষ্ট্রপ্রধান নির্বাচন অনুষ্ঠিত হলো রবিবার৷ প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ৪৭ শতাংশ ভোট পেয়ে এগিয়ে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জুয়ান মানুয়েল সান্তোস৷ তাঁর সাথে পাল্লা দিয়ে যাচ্ছেন বোগোটার মেয়র আন্তানাস মোকুস৷

https://p.dw.com/p/NdON
জুয়ান মানুয়েল সান্তোস (বামে) এবং আন্তানাস মোকুসছবি: picture-alliance/dpa

নির্বাচন কমিশনের বরাত দিয়ে বার্তা সংস্থাগুলো বলছে, ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা যাচ্ছে ভোটের পাল্লা বেশ ভারি রয়েছে সান্তোসের৷ এখন পর্যন্ত ৪৭ শতাংশ ভোট পেয়েছেন সান্তোস৷ অন্যদিকে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকুসের পক্ষে ২১ শতাংশ ভোট পড়েছে৷ দেখা যাচ্ছে, কোন প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাচ্ছেন না৷ ফলে সর্বোচ্চ সান্তোস এবং মোকুসকে দ্বিতীয় দফায় লড়তে হবে রাষ্ট্রপ্রধান পদের জন্য৷ ২০ জুন অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ৷

এই নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী নেতা স্থলাভিষিক্ত হবেন দুই মেয়াদে ক্ষমতায় থাকা আলভারো উরিবের৷ উরিবের মেয়াদ শেষ হবে আগামী ৭ আগস্ট৷ মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত উরিবের জনপ্রিয়তা এখনও তুঙ্গে রয়েছে৷ বিশেষ করে মাদক বিরোধী যুদ্ধ এবং ব্যবসায় বান্ধব নীতির জন্য উরিবের ভূমিকা প্রশংসনীয়৷ তাই তাঁর সময়ে খনি এবং তেল শিল্পে বিদেশি বিনিয়োগও এসেছে প্রচুর৷ রবিবারের নির্বাচনে এগিয়ে থাকা উভয় প্রার্থীই ঘোষণা দিয়েছেন উরিবের নীতিকে অব্যাহত রাখার৷

এদিকে, অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হলেও সাতটি অঞ্চলে বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতার খবর পাওয়া গেছে৷ এসব সহিংস ঘটনার জন্য বামপন্থী রেভোলুশনারি আর্মড ফোর্সেস বা এফএআরসিকেই মূলত দায়ী করা হচ্ছে৷ কলম্বিয়ার জনগণকে রবিবারের নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছিল এফএআরসি৷ বামপন্থী বিদ্রোহীদের সাথে নিরাপত্তা কর্মীদের বিচ্ছিন্ন সংঘর্ষে নিহত হয়েছেন কমপক্ষে তিনজন সেনা সদস্য৷

প্রসঙ্গত, ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান উগো চাভেজ কলাম্বিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধির আশা ব্যক্ত করেন৷ রবিবার সাপ্তাহিক টেলিভিশন এবং রেডিও বক্তৃতায় চাভেজ বলেন, নির্বাচনে যিনিই বিজয়ী হোন না কেন কলাম্বিয়ার পরবর্তী রাষ্ট্রপ্রধানের সাথে সম্পর্ক হবে আরো বন্ধুত্বপূর্ণ৷ তবে এটা তাদের উপরেই নির্ভর করছে বলে উল্লেখ করেন চাভেজ৷ তবে চাভেজ কলাম্বিয়ার বামপন্থী বিদ্রোহীদের নিজের দেশে আশ্রয় দিচ্ছেন এমন অভিযোগ করে আসছে বোগোটা৷ অবশ্য চাভেজ এই অভিযোগ অস্বীকার করে আসছেন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়