এগিয়ে যাবে জার্মানি | পাঠক ভাবনা | DW | 23.06.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এগিয়ে যাবে জার্মানি

আপনাদের প্রতিদিনের বিশ্বকাপ খেলার রিপোর্ট ভালো লাগছে৷ এবারের বিশ্বকাপ খেলার বল নিয়ে সমালোচনা হচ্ছে...

জার্মান দল

জার্মান দল

আপনাদের প্রতিদিনের বিশ্বকাপ খেলার রিপোর্ট ভালো লাগছে৷ এবারের বিশ্বকাপ খেলার বল নিয়ে সমালোচনা হচ্ছে, আচ্ছা বলুন তো এবারের বিশ্বকাপ ফুটবলের এই বলটির নাম কি ? ধীরেন বসাক, ফুলিয়া, নদীয়া, ভারত৷

আমার আশা ২৩শে জুন ঘানার সাথে ম্যাচ জয় করে সামনের দিকে এগিয়ে যাবে জার্মানি৷ মোঃ শহীদুল ইসলাম, খোকন, নেত্রকোনা, বাংলাদেশ৷

জার্মানি ও সার্বিয়ার খেলা দেখলাম, হতাশ৷ জানিনা প্রিয় টিমের কেন এই অবস্হা৷ মনে হলো পুরো টিম কেমন যেন ক্লান্ত৷ জার্মান দল আবার সমহিমায় ফিরে আসুক এই প্রার্থনা আমাদের সকলের৷ রতন কুমার পাল, রেডিও লিসনার্স ক্লাব, দৌলতপুর, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

চলতি ঘটনার উপর রিপোর্ট যা খুবই উপভোগ্য, দারুণ লাগছে৷ সব গুরুত্বপূর্ণ খবর আমরা পাচ্ছি আপনাদের অনুষ্ঠান এবং ওয়েবসাইট থেকে৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ চিঠি, ই-মেইল, ভয়েসমেইল, ফোনকল নিয়ে পুরো ইনবক্স প্রত্যেক শ্রোতার কাছে খুবই আকর্ষণীয় ও উপভোগ্য পরিবেশনা৷ ডয়চে ভেলে আমাদের মতামতকে গুরুত্ব দেয়৷ সারা কনরকে নিয়ে এ সপ্তাহের সুরের ভূবনের মতো আগামীতেও এরকম সুন্দর পরিবেশনা শোনার প্রত্যাশায় রইলাম৷ মোঃ হাফিজুর রহমান, চুপী, বর্ধমান, ভারত৷

ফিচার পর্বে মেরু অঞ্চলে শস্যবীজ সংরক্ষণের প্রকল্প সম্পর্কে আলোচনাটি ভালো লাগলো৷ তবে শেষ পর্যন্ত আলোচনাটি শোনা যায়নি৷ লিসা ব্যানার্জী, ঠাকুরপুকুর, কলকাতা, ভারত৷

বন্ধু, সকাল সন্ধ্যা এক মগ চা নিয়ে অপেক্ষা করি একাকিত্ব দূর করতে৷ ভালো থেকো তোমারা৷ মেহবুবা দিপ পিয়াল, রংপুর, বাংলাদেশ৷

২১ জুন আমাদের বাংলাদেশ ডি-এক্স ক্লাব ইন্টারন্যাশনালের ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত আনন্দঘন পরিবেশে উৎযাপিত হলো৷ ক্লাবের রজত জয়ন্তী উপলক্ষে শ্রোতা সম্মেলন, ওয়াল্ড ডি-এক্স প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেছিলাম৷ দীর্ঘ ২৫ বছর ডয়চে ভেলের পাশে আছি এবং ভবিষ্যতেও এভাবেই থাকবো৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে, ধন্যবাদ আপনাদের৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া, বাংলাদেশ৷

আমি সিরইল , রাজশাহীর নতুন এফএম শ্রোতা৷ ডয়চে ভেলে যেসব তথ্য পাচ্ছি তার মধ্যে সবচেয়ে ভালো লাগে বিশ্বসংবাদ৷

২১জুন এফএম ব্যান্ডের রাতের অনুষ্ঠানের হেল্থলাইন পর্বে যক্ষ্মা, ম্যালেরিয়া, এইডস এই তিনটি মারাত্মক রোগ নিয়ে অনেক কিছু জানতে পারলাম৷ বিজ্ঞান ডটকম পর্বে উত্তর মেরুর আজব বীজ সম্পর্কে জানলাম অজানা সব তথ্য৷ ভালো লাগলো পুরো অনুষ্ঠান ৷ সুশান্ত বৈদ্য, প্রলাদ বৈদ্য, রাকেশ টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব৷ জলির পাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ৷