‘​এক নারীতে সন্তুষ্ট থাকা ক্ষতিকর' | পাঠক ভাবনা | DW | 07.03.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘​এক নারীতে সন্তুষ্ট থাকা ক্ষতিকর'

আমার ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমি এবং ক্লাবের সবাই ভালো আছি৷ এভাবেই অনেকদিন পর বন্ধু সোহেল রানা হৃদয়, ঢাকা থেকে লিখেছেন৷

‘​এক নারীতে সন্তুষ্ট থাকা ক্ষতিকর' শীর্ষক খবরটির শিরোনাম দেখে হতবাক হয়েছিলাম৷ পরে অবশ্য মানবজাতিকে মুক্ত করেছেন এই অকাট্য বার্তা থেকে৷ পুরো প্রতিবেদনটি পড়ে বেশ মজার তথ্য জানতে পারলাম৷ তবে মানবকুলের জন্য হলে বিষয়টি একেবারেই মাথা নষ্ট করে দিত৷ প্রকৃতির নানা বিষয় এখন মানুষ কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে থাকে৷ জানি বিষয়টি কতদূর গিয়ে দাঁড়ায়৷ আমরা ভালো কিছুর সাথে আছি৷ মো. সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

ভারতের লোকসভা নির্বাচনে ‘না' ভোটের বিধান নিয়ে বাংলাদেশে চলছে তুমুল আলোচনা৷ ভারতে প্রথমবারের মতো তা চালু হওয়ায়, বাংলাদেশে আবারো ‘না' ভোটের বিধান চালুর দাবি করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা৷ ‘ভারতের ‘না' ভোট এবার চাই বাংলাদেশেও' ফেসবুকে এই শিরোনামের প্রতিবেদনটিতে আমরা পাঠক বন্ধুদের কাছে প্রশ্ন রেখেছিলাম, আপনি কি ‘না' ভোটের পক্ষে না বিপক্ষে?

এতে ‘না' ভোটের পক্ষে উত্তর দিয়েছেন ৩৬ পাঠক আর প্রতিবেদনটি লাইক করেছেন মোট ৩৪১ পাঠক৷

পাঠক বন্ধুদের সকলকে আন্তরিক ধন্যবাদ৷ সপ্তাহান্ত সবার সুন্দর কাটুন আর আপনারা সকলে ভালো থাকুন – এই কামনা আমাদের সকলের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন