1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক-তৃতীয়াংশ কোবানি আইএস এর দখলে: গোষ্ঠী

৯ অক্টোবর ২০১৪

লন্ডনভিত্তিক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ দীর্ঘদিন ধরে সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করছে৷ তারা এবার জানিয়েছে, সিরিয়া-তুরস্ক সীমান্তের কোবানি শহরের এক-তৃতীয়াংশ দখল করে নিয়েছে ইসলামিক স্টেট৷

https://p.dw.com/p/1DSPm
ছবি: Aris Messinis/AFP/Getty Images

সংস্থার প্রধান রামি আব্দুলরহমান বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, ‘‘কোবানির এক-তৃতীয়াংশেরও বেশি দখল করে নিয়েছে আইএস বা আইসিস৷ শহরের পূর্বাঞ্চল এবং উত্তরপূর্ব ও দক্ষিণপূর্ব অংশের একাংশ এখন আইএসের নিয়ন্ত্রণে৷''

মূলত কুর্দি জনগোষ্ঠী অধ্যুষিত কোবানির দখল নিতে প্রায় তিন সপ্তাহ ধরে চেষ্টা করছে আইএস৷ তাদের ঠেকাতে লড়ে যাচ্ছে কুর্দিরা৷ আকাশ থেকে বিমান হামলা চালিয়ে কুর্দিদের সহায়তা করছে যুক্তরাষ্ট্র৷ তারপরও কোবানির দখল ঠেকানো যাবে বলে মনে করছেন না বিশ্লেষকরা৷

কিন্তু কোবানি যেহেতু তুরস্ক-সিরিয়া সীমান্তের একটি শহর, তাই আইএস যদি কোবানির দখল নিয়ে নেয়, সেক্ষেত্রে তারা তুরস্কের নিরাপত্তার জন্য কতটা হুমকি হতে পারে – তা নিয়ে আলোচনা শুরু হয়েছে তুরস্কের রাজধানী আঙ্কারায়৷ ন্যাটো ও যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল তুরস্কের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছে, চলবে শুক্রবার পর্যন্ত৷ আলোচনায় আইএস-কে ঠেকাতে তুরস্কের সহায়তা চাওয়া হবে৷ কিন্তু তুরস্ক এক্ষেত্রে আগেই একটি শর্ত দিয়ে রেখেছে৷ সেটা হচ্ছে, তারা (তুরস্ক) আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে, যদি যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে লড়ার অঙ্গীকার করে৷ কিন্তু এটা হওয়া সম্ভব নয়৷ কারণ পেন্টাগনের মুখপাত্র বুধবার সাংবাদিকদের বলেছেন, ‘‘সত্য হলো, এই মুহূর্তে সিরিয়ার অভ্যন্তরে আমাদের কোনো ইচ্ছুক, যোগ্য ও কার্যকর অংশীদার নেই৷''

জার্মানিতে কুর্দিদের বিক্ষোভ

কোবানিতে আইএস-কে ঠেকাতে তুরস্ক কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় তুরস্ক সহ ইউরোপের কুর্দিরা প্রতিবাদ করছে৷ জার্মানির কয়েকটি শহরে বিক্ষোভ চলছে৷ বুধবার সারা রাত হামবুর্গ ও সেলে শহরে বিক্ষোভ হয়েছে৷ সেখানে প্রতিবাদকারীদের সঙ্গে ইসলামপন্থি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে৷ দক্ষিণপূর্ব তুরস্কে এ ধরনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এপি, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য