1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টুইট পালটে দিচ্ছে তাঁর জীবন

১৪ ডিসেম্বর ২০১৬

নাম এমান আহমেদ আব্দেল আতি৷ বয়স মাত্র ৩৬৷ বাস মিশরে৷ ২৫ বছর ধরে নিজের ঘরে বন্দি আতি৷ না, পুরুষতন্ত্রের জন্য নয়৷ কারণটা ব্যক্তিগত৷ আতিই হয়ত বিশ্বের সবচেয়ে মোটা মানুষ৷ ওজন ৫০০ কেজি, যা কমাতে শীঘ্রই ভারতে আসছেন তিনি৷

https://p.dw.com/p/2UGRZ
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: picture alliance / dpa

এই পেল্লাই চেহারার কারণে আতি আর হাঁটতে পারেন না৷ তাই বিশেষ একটি বিমানে তাঁকে উড়িয়ে আনা হবে মুম্বইয়ে৷ সেখানেই ব্যারিয়াট্রিক সার্জন ড. মুফ্ফাজাল লাকদাওয়ালা তাঁর শরীরে অপারেশন করবেন৷ আতির স্বপ্ন, অপারেশন করার পর তাঁর ওজন একেবারে কমে যাবে৷ দেখতে সুন্দর লাগবে তাঁকে৷ হাঁটতে পারবে সে৷

ক'দিন আগেও নিজের এই স্বপ্ন প্রায় ভুলতে বসেছিল আতি৷ কায়রোর ভারতীয় দূতাবাস যে প্রথমে তাঁকে ভিসা দিতেই চায়নি৷ তারা বলেছিল, ‘এত মোটা শরীর নিয়ে বিমানে করে কিছুতেই ভারতে যেতে পারবেন না এমান আহমেদ আব্দেল আতি৷'

এরপর দুঃস্বপ্নের মতো কাটছিল দিনগুলো৷ কিন্তু ড. লাকদাওয়ালার করা একটি টুইট আতির জীবনটা যেন বদলে দিল৷ রোগীর প্রতি চিকিৎসকের এই মমতা, দায়িত্বজ্ঞান দেখে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে৷ এমনকি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও প্রতিশ্রুতি দেন আতিকে সাহায্য করার৷

এরপর আর কী? এখন শুধু ভারতে যাওয়ার অপেক্ষা, অপেক্ষা একটি সুস্থ, স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার৷ আতির পরিবার জানায়, জন্মের সময় আতির ওজন ছিল পাঁচ কেজি৷ সে সময়ই তাঁর শরীরে ‘এলিফেন্টিয়াসিস’ রোগ ধরা পড়ে৷ ফলে যতই দিন যায়, বিশেষ করে ১১ বছর বয়স নাগাদ আতির শরীরটা ‘এলিফেন্ট' বা হাতির মতো ফুলতে থাকে৷ তখন থেকেই আর হাঁটতে পারেন না আতি, পারেন না হামাগুঁড়ি দিতেও৷

ড. লাকদাওয়ালা অবশ্য বলেছেন যে, আতির ‘এলিফেন্টিয়াসিস' নয়, বরং মোটা হয়ে যাওয়া-জনিত ‘লিমফোডেমায়' ভুগছেন তিনি৷ এমনটা হলে পা দু'টো মারাত্মক আকারে ফুলে যায়৷ আর সেটাই হয়েছে আতির৷ সঙ্গে হয়েছে একটা স্ট্রোকও, যার ফলে আজ একেবারে শয্যাশায়ী হয়ে পড়েছেন আতি৷

ড. লাকদাওয়ালা আগেও ওজন কমানোর বহু অপারেশন করেছেন৷ ভারতের দু'জন মন্ত্রী – নিতিন গাডকারি ও ভেঙ্কাইয়া নাইডু-ও নাকি তাঁর রোগী ছিলেন৷ ড. লাকদাওয়ালার কথায়, ‘‘আতির পরিবার অত্যন্ত দরিদ্র৷ বিশেষ বিমান ভাড়া করার সামর্থ্যও তাঁদের নেই৷ তবে অপারেশনের খরচটা আমরা প্রায় যোগাড় করে ফেলেছি৷''

চিকিৎসার জন্যে দুই থেকে তিন মাস মুম্বইতে থাকতে হবে আতিকে৷ তারপর বাড়ি ফিরে যেতে পারেন তিনি৷ তবে ড. লাকদাওয়ালা জানান, আতির ওজন ১০০ কেজির নীচে নামিয়ে আনতে প্রায় তিন বছর সময় লাগতে পারে৷

ডিজি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য