1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উপজেলা চেয়ারম্যান নিহত হওয়ায় রোববার নাটোরে হরতাল

৯ অক্টোবর ২০১০

মিছিলে হামলা চালিয়ে বিএনপি নেতা এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে হত্যার প্রতিবাদে রোববার সারা জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি৷

https://p.dw.com/p/PZwC
এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন খালেদা জিয়া (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন৷

বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর নেতৃত্বে একটি মিছিল বনপাড়া বাজারের দিকে যাওয়ার পথে আক্রান্ত হয় শুক্রবার সকালে৷ সশস্ত্র হামলায় সানাউল্লাহ নুর বাবুসহ কয়েকজন আহত হন৷ বাবু পৌর বিএনপির সভাপতি৷ গুরুতর আহত বাবুকে চিকৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর বিকালে তিনি মারা যান৷

রাতে তাঁর মরদেহ নাটোর জেলা সদরে নিয়ে যাওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে৷ জেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের দায়ী করেন৷ জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে হামলা এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে শনিবার থেকে ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে৷ এছাড়া রোববার সকাল-সন্ধ্যা হরতাল আহবান করেছে পুরো জেলায়৷

প্রয়াত উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মহুয়া নূর এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন৷

তবে নাটোরের আওয়ামী লীগ নেতা জাকির হোসেন দাবি করেছেন হামলার জন্য আওয়ামী লীগ নেতা-কর্মীরা দায়ী নয়৷ বিএনপির নেতা-কর্মীরা নিজেরাই অস্ত্রশস্ত্র নিয়ে মিছিল করে হাঙ্গামা বাধিয়েছে৷

এদিকে পৌর মেয়র ও পৌর বিএনপির সাধারন সম্পাদক ইসহাক আলির নেতৃত্বে আরেকটি মিছিলে হামলায় মেয়রসহ ৩০ জন আহত হন৷ ৩ জন সাংবাদিকও আহত হয়েছেন এই হামলায়৷

রাতে বিরোধী দলীয় নেত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এক বিবৃতিতে হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন৷ তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরিকল্পিতভাবে বিএনপির নেতা কর্মীদের হত্যা করা হচ্ছে৷

শনিবার বড়াইগ্রামে জানাজা শেষে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুর লাশ দাফন করা হবে৷ বড়াই গ্রামসহ পুরো নাটোরে থমথমে অবস্থা বিরাজ করছে৷ আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আরাফাতুল ইসলাম