1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়াকে গুঁড়িয়ে দিলো পর্তুগাল

২১ জুন ২০১০

উত্তর কোরিয়াকে ৭-০ গোলে হারিয়ে দিয়ে পর্তুগাল এবারের বিশ্বকাপের গোলের রেকর্ড ভেঙে দিলো৷ আগামী ম্যাচে ব্রাজিলের সঙ্গে শুধু ড্র করতে পারলেই দ্বিতীয় পর্যায়ে পৌঁছে যাবে রোনাল্ডোর দল৷

https://p.dw.com/p/NzOe
পর্তুগালের সামনে বিপর্যস্ত উত্তর কোরিয়াছবি: AP

পর্তুগাল ও উত্তর কোরিয়ার এই ম্যাচটি ছিলো সত্যি অবাক করার মতো৷ উত্তর কোরিয়ার যে কোনো ম্যাচকে কেন্দ্র করেই কিছুটা বাড়তি আগ্রহের সৃষ্টি হয়৷ কারণ ঐ দল সম্পর্কে এত কম জানা গেছে, যে আগেভাগে কোনো রকম ধারণা করা কঠিন৷ তবে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচে সেই দল এমন বিপর্যস্ত হবে, এমনটা বোধহয় কেউ ভাবতে পারে নি৷ প্রথমার্ধে একটি, এবং দ্বিতীয়ার্ধে বাকি ৬টি গোল করলো পর্তুগাল দল৷ ম্যান অফ দি ম্যাচ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ ৮৭ মিনিটের মাথায় তিনি একটি গোল করেন৷ উল্লেখ্য, ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের পর এটাই তাঁর প্রথম গোল৷

এমন অভাবনীয় জয় সত্ত্বেও দ্বিতীয় পর্যায়ে পৌঁছতে পর্তুগালের সামনে আরও একটি বাধা রয়েছে, যার নাম ব্রাজিল৷ তবে উত্তর কোরিয়াকে ৭ গোলে হারানোর পর ব্রাজিলের সঙ্গে শুধু ড্র করতে পারলেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে পর্তুগাল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক