উড়ে যেতে চাই | পাঠক ভাবনা | DW | 16.12.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

উড়ে যেতে চাই

পাখির মত ডানা থাকলে উড়ে যেতাম প্রিয় ডয়চে ভেলের কাছে৷ আমি কান পেতে বসে থাকি কখন আসবে তুমি মিষ্টি হেসে৷

তোমায় ভালোবাসি বন্ধু ডয়চে ভেলে, প্রাণ ভরে ভালোবাসি তোমাদের সকলকে৷ অসিত কুমার বাপি, খুলনা৷

ঐতিহাসিক ১৬ই ডিসেম্বর, আমাদের জাতীয় বিজয় দিবস৷ একবুক তাজা রক্তের বিনিময়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করার জন্য আত্মত্যাগ করেছিলেন আমরা তাঁদের বিদেহী আত্মার স্বর্গবাস কামনা করছি৷ এই মহান বিজয় দিবসে প্রিয় ডয়চে ভেলের সকল কর্মকর্তাসহ আসমুদ্র হিমাচল ব্যাপী সকল শ্রোতা ভাই বোন ও বন্ধুদের জানাই একরাশ তাজা গোলাপের রক্তিম শুভেচ্ছা ৷ ধন্যবাদান্তে , ডাঃ বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রাণী ঘোষসহ ক্লাবের সকল সদস্যাবৃন্দ, সন্ধ্যা মেমোরিয়াল ডি-এক্সিং ক্লাব, কপিলমুনি, খুলনা৷

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা ৷ স্বাধীনতা অর্জনের ৪০ বছর পেরিয়ে গেলেও আমরা আসলে কতটুকু উন্নতি করতে পেরেছি? পেছনে তাকালে আমাদের সাফল্য ও ব্যর্থতা দেখতে পাই৷ যখন যারা ক্ষমতায় থাকে তারা স্বীয় স্বার্থের কথা চিন্তা করে৷ আসুন বিজয়ের মাসে আমরা দেশের জন্য কাজ করার মহান উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হই৷ খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া৷

আপনাদের পরিবেশনা থেকে আমরা অনেক কিছু জানতে পারি৷ আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী তাই আমার অনুরোধ আমাদের সমস্যা নিয়ে একটি অনুষ্ঠান প্রচার করবেন৷ এএইচ খান, মীরপুর, ঢাকা৷

বিজয় দিবসের শুভেচ্ছা রইল৷ আশাকরি আপনারা ভীষণ ভালো আছেন৷ বীর মুক্তি যোদ্ধাদের প্রতিটি সাক্ষাৎকার আমার কাছে ভালো লেগেছে৷ ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা৷

সুপ্রভাত বন্ধুরা,আজ সকালে এফএম ৯৭.৬মেগাহার্তস-এ বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, ভারতের ছবিতে হলিউডের শিল্পীদের অভিনয় সম্পর্কে রিপোর্ট, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে তদানীন্তন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু গান ও কথা দিয়ে সাজানো বিশেষ অনুষ্ঠান, খেলার খবরে আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল খেলোয়াড়দের বিক্রি হওয়া আর ম্যাকডোনাল্ড-এর বিরুদ্ধে মামলার খবরটি শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি৷ বাংলাদেশের মহান বিজয় দিবসকে স্মরণ করে দেশাত্মবোধক গান ও বিশেষ অনুষ্ঠান প্রচার করার জন্য ডয়চে ভেলেকে অসংখ্য ধন্যবাদ৷ মোখলেসুর রহমান,বাংলাদেশ ডিএক্স ক্লাব ইন্টারন্যাশনাল,কুষ্টিয়া৷

আমি আপনাদের নিয়মিত শ্রোতা৷ প্রতিদিন শুনতে পাচ্ছি অনেক শ্রোতা মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান ভালো শুনতে পাচ্ছেন না৷ আমি বরাবর এখানে খুব ভালো শুনতে পাচ্ছি৷ অনুষ্ঠান শুনতে কোনরকম অসুবিধা হচ্ছেনা৷ শীতকালে সবদেশের ফ্রিকুয়েন্সিতে সেটাই থাকে তবে গরমকালে অনুষ্ঠান ভালো শোনা যায়না এটাই ঠিক৷ যাদের জন্য অনুষ্ঠান তাদের এতো সমালোচনা করা ঠিক নয়৷ আমি মনে করি ডয়চে ভেলের মতো দ্বিতীয় কোন বেতার নেই৷ কোন বেতার ডয়চে ভেলের মতো সহযোগিতার হাত বাড়িয়ে দেয়না৷ অপর্ণা চ্যাটার্জী, লালবাগ, মুর্শিদাবাদ৷