1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উজ্জ্বল ভবিষ্যতের দিকে এশিয়ার নারীরা

৪ মার্চ ২০১০

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারীরা হয়ে উঠছে আরও আত্মবিশ্বাসী৷ ঘরকন্নার খরচের খাতাটা তাদের হাতে৷ পরিবারের জন্য করছে বাড়তি আয়ও৷ এক জরিপ থেকে পাওয়া গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/MJG7
কম্পিউটার শেখায় মনোযোগী তরুণীদের একাংশ (ফাইল ছবি)ছবি: AP

২০০৯ সালের অর্থনৈতিক মন্দার পর এ বছর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারীদের মধ্যে ক্ষমতায়নের এক অনুভূতি দেখা দিয়েছে৷ ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠছে তারা৷

গোটা বিশ্বে মাস্টার কার্ডের নারী উন্নয়ন সূচকে নারীর উন্নতির মাত্রা এই বছর ৮৫.৫৭ শতাংশে পৌঁছেছে৷ ২০০৯ সালে তা ছিল ৮৪.৪৭ শতাংশ৷ এই জরিপে দেখা গেছে, অস্ট্রেলিয়া থেকে জাপান পর্যন্ত ১৪ টি দেশের নারীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থান পুরুষদের থেকে উন্নত হয়েছে৷

জরিপের তথ্যানুযায়ী, বর্তমানে অনেক নারী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের সুযোগ পাচ্ছে এবং সূচকে তাদের অনেকের গড় বেতন দাঁড়িয়েছে ৮০৷ ২০০৯ সালে ছিল তা ছিল ৭৫৷

Village women going to cast their votes at Chamari Village in naxal area in Gaya in Bihar
সবধরণের কাজে এগিয়ে আসছে এশিয়ার নারীরাছবি: UNI

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য আর আফ্রিকায় মাস্টার কার্ডের যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট জর্জেট ট্যান বলেন, নারীরা শ্রমশক্তিখাতে বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে৷ এর ফলে তারা নিজেদের গুরুত্ব সম্পর্কে সচেতন হচ্ছে৷

ট্যান আরও জানান, গৃহস্থালির বিভিন্ন কাজে বিশেষ করে আর্থিক ক্ষেত্রে বড় রকমের সিদ্ধান্ত নিচ্ছেন এমন নারীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে৷ আর তার প্রমাণ পাওয়া গেছে জরিপ করা ১৪ টি দেশের মধ্যে ১১টি ক্ষেত্রেই৷ অস্ট্রেলিয়া, চীন, জাপান, হংকং, ইন্দোনেশিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন্স, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনামে ৩,৩০৬ জন নারী এবং ৩,৩১৬ জন পুরুষের ওপর চালানো হয় এই জরিপ৷

এই জরিপে দেখা গেছে, আগামী ছয় মাস কীরকম যাবে সে ব্যাপারে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নারীরা পুরুষদের তুলনায় কিছুটা বেশি আশাবাদী৷ সূচকের হার ৬৬.৮ বনাম ৬৫.৭৷

অস্ট্রেলিয়া, হংকং আর মালয়েশিয়ার ক্ষেত্রে দেখা গেছে, সংসারের টাকাপয়সার হাল ধরে থাকা মেয়েদের হার সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে৷ অন্যদিকে নিউজিল্যান্ড, তাইওয়ান ও ভারতের নারীরা নিজেদের সবচেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করে৷

প্রতিবেদক : আসফারা হক, সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক