1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উইকিলিক্স প্রধান চলতি সপ্তাহে গ্রেপ্তার হতে পারেন

৫ ডিসেম্বর ২০১০

মার্কিন গোপন নথি প্রকাশ করে বিপাকেই আছেন উইকিলিক্স প্রধান জুলিয়ান আসাঞ্জ৷ ধর্ষণ চেষ্টার অভিযোগে চলতি সপ্তাহে গ্রেপ্তার করা হতে পারে তাঁকে৷ জুলিয়ানের আইনজীবী অবশ্য দাবি করেছেন, এই আটকের চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত৷

https://p.dw.com/p/QQ9I
ছবি: AP

রাজনৈতিক উদ্দেশ্য

জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডেন৷ এরপর ইন্টারপোল তাঁকে আটকে আন্তর্জাতিক চেষ্টা শুরু করে৷ বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এই সপ্তাহেই আটক হতে পারেন জুলিয়ান৷ রবিবার অবশ্য জুলিয়ানকে আটকের চেষ্টায় রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মার্ক স্টেফেনস৷ তিনি জানান, সুইডেন জুলিয়ানকে গ্রেপ্তার করে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের শঙ্কা রয়েছে৷ ৩৯ বছর বয়সি অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান বর্তমানে ব্রিটেনে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে৷

Wikileaks Afghanistan
উইকিলিক্সে প্রকাশিত গোপন নথি পশ্চিমা বিশ্বকে নাড়া দিয়েছেছবি: picture alliance/dpa

রাজনৈতিক আশ্রয়

জুলিয়ান আসাঞ্জ আগেই জানিয়েছিলেন, সুইজারল্যান্ডে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন তিনি৷ কিন্তু সেখানকার পরিস্থিতি খুব একটা সুবিধের নয়৷ জুলিয়ানকে সুইজারল্যান্ডে যাতে আশ্রয় দেওয়া না হয়, সেজন্য চেষ্টা তদবির চালাচ্ছেন সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত৷ তাছাড়া সুইজারল্যান্ডে জুলিয়ানের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাও বন্ধে উদ্যোগ নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ৷ এই অ্যাকাউন্টে উইকিলিক্সের তহবিল জমা করা হতো৷ বর্তমানে তাই আর্থিক ভাবেও খানিকটা আটকে যাচ্ছেন জুলিয়ান৷ উইকিলিক্সের তহবিল সংগ্রহের জন্য পেপলে যে ইন্টারনেট অ্যাকাউন্ট ছিল, সেটিও বন্ধ হয়ে গেছে৷ তবে জার্মানি এবং আইসল্যান্ডে উইকিলিক্সের দু'টি ব্যাংক অ্যাকাউন্ট সচল আছে৷

ইন্টারনেটে সচল উইকিলিক্স

উইকিলিক্স ডটঅর্গ বন্ধ হয়ে গেলেও চালু রয়েছে উইকিলিক্স ডটসিএইচ নামে আরেকটি ঠিকানা৷ সুইজারল্যান্ডের এই ঠিকানায় উইকিলিক্স সচল রয়েছে৷ তবে, মজার বিষয় হচ্ছে ইন্টারনেটে এই সংস্থার পক্ষে জোরালো সমর্থন দেখা যাচ্ছে৷ উইকিলিক্সের মিরর সাইট তৈরি করা হয়েছে কয়েক শত৷ সবগুলোতেই মার্কিন গোপন নথি জমা থাকছে৷ ফলে ইন্টারনেট থেকে উইকিলিক্সকে মুছে ফেলাটা কার্যত অসম্ভব৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান