1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঈদের ছুটি পাঁচদিন করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

১২ আগস্ট ২০১০

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের এক বৈঠকে ঈদের ছুটি পাঁচদিন করার প্রস্তাব করা হয়েছে৷ ডেইলি স্টার, সমকালের এই বিষয়টিকে শিরোনামে করা হয়েছে৷

https://p.dw.com/p/Oj07
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনছবি: Samir Kumar Dey

এছাড়া ঐ বৈঠকে যানজট কমাতে ১০ রোজার পর থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য প্রস্তাব করা হয়েছে৷ তবে প্রথম আলো এ বিষয়ে শিক্ষামন্ত্রীর একটি বক্তব্য ছেপেছে৷ যেখানে তিনি বলছেন যে, এই শনিবার থেকেই স্কুল, কলেজ বন্ধের ঘোষণা আসতে পারে৷ এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে আজ একটি বৈঠকের কথাও জানিয়েছে পত্রিকাটি৷

কালের কণ্ঠ এই বৈঠকের খবরটিই আজকে তাদের প্রধান খবর হিসেবে ছেপেছে৷ সেখান থেকে জানা যাচ্ছে যে, বৈঠকে অংশগ্রহণকারী এমপিরা নাকি বিদ্যুৎ পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা করেছেন৷ এছাড়া দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো, ব়্যাবের নেতৃত্বে ভেজালবিরোধী অভিযান ও রমজানকেন্দ্রিক চাঁদাবাজি বন্ধের জন্য এমপিদের নেতৃত্বে কমিটি গঠন করারও সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে কালের কণ্ঠ৷

দুবাইতে দুর্ঘটনা

দুবাইয়ের একটি সুগন্ধী কারখানায় আগুন লেগে নয় জন বাংলাদেশি সহ ১১ জন শ্রমিক মারা গেছে৷ বার্তা সংস্থা এএফপি পরিবেশিত খবর থেকে সব পত্রিকা নিহতের এই সংখ্যা জানিয়েছে৷ তবে ডেইলি স্টার তাদের খবরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য ছেপেছে৷ যেখানে ঐ কর্মকর্তা বলছে, নিহত বাংলাদেশির সংখ্যা চারজন হতে পারে৷ এদিকে কালের কণ্ঠ বলেছে যে, নিহতদের নাম-পরিচয় আজ জানা সম্ভব হতে পারে৷

বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

অনেক পত্রিকায় ছবি সহ এসব বিক্ষোভের খবর এসেছে৷ কেউ কেউ একাধিক ছবিও ছেপেছে৷ যেমন কালের কণ্ঠ, সমকাল৷ বিক্ষোভকারীরা বিভিন্ন জায়গার বিদ্যুৎ অফিস ভাঙচুর করছে এমন ছবিই ছাপা হয়েছে৷ পাশাপাশি পুলিশি অ্যাকশনের ছবিও ছেপেছে কেউ কেউ৷ কালের কন্ঠের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে, বিদ্যুতের দাবিতে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গতকাল আধাবেলা হরতাল পালিত হয়েছে৷ তবে নারায়নগঞ্জে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাটি প্রায় সব পত্রিকার শিরোনামে এসেছে৷ কারণ মঙ্গলবার রাতভর সেখানে সংঘর্ষ হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন