1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়োনপিয়ং দ্বীপে সামরিক মহড়া করলো দক্ষিণ কোরিয়া

২০ ডিসেম্বর ২০১০

অবশেষে ইয়োনপিয়ং দ্বীপে সামরিক করলো দক্ষিণ কোরিয়া৷ স্থানীয় সময় দুপুর আড়াইটায় শুরু হয়ে চলেছে দেড় ঘন্টা৷ তবে উত্তর কোরিয়া পাল্টা জবাব দেয়ার হুমকি দিলেও এখন পর্যন্ত পিয়ং ইয়ং থেকে কোনো গুলি ছোঁড়ার খবর পাওয়া যায়নি৷

https://p.dw.com/p/QgKU
ছবি: AP

কিছুক্ষণ আগে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ'র এক খবরে বলা হয়েছে, জবাব দেয়ার মতো কোনো ঘটনা ঘটেনি বলে মনে করছে উত্তর কোরিয়া৷ দেশটির সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে খবরটি পরিবেশন করা হয়৷

তবে এরপরও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে৷

কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে গতকাল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিশেষ বৈঠক হলেও তাতে কোনো সিদ্ধান্ত হয়নি৷

এদিকে মার্কিন কূটনীতিক বিল রিচার্ডসন উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে সফল আলোচনা করেছেন বলে জানা গেছে৷ ফলে জাতিসংঘের পরমাণু কর্মকর্তারা উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি দেখতে যেতে পারবেন বলে রাজি হয়েছে পিয়ং ইয়ং৷

আজ আরও পরে বেইজিং-এ রিচার্ডসনের সংবাদ সম্মেলন করার কথা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক