1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়োগি লোয়েভ’এর সোচ্চার চিন্তা

১৩ জুন ২০১০

আজ জার্মানির প্রথম খেলা, ডার্বানে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ কিন্তু জার্মান কোচ ইওয়াখিম লোয়েভ ইতিমধ্যেই চিন্তা শুরু করেছেন, ডিফেন্সিভ প্রতিপক্ষদের বিরুদ্ধে কি স্ট্র্যাটেজি গ্রহণ করা যায়৷

https://p.dw.com/p/NpUw
শনিবার ডার্বান স্টেডিয়ামে শেষ ট্রেনিং’এ লোয়েভ লুকাস পোডোলস্কি’র পীঠ চাপড়াচ্ছেনছবি: AP

শুক্রবার উরুগুয়ে'র বিরুদ্ধে ফ্রান্সের যে কি দশা হয়েছিল, তা লোয়েভের চোখ এড়ায়নি৷ এবং অস্ট্রেলিয়ার সকারু'রাও অনেকটা ঐ ধরণেই খেলে বটে৷ এবং ডিফেন্স অর্গানাইজ করা যে এ্যাটাকের চেয়ে অনেক সহজ, কোচ হিসেবে সেটা তাঁর স্বভাবতই অজ্ঞাত নয়৷

লোয়েভ বলেছেন, তাঁর দল যদি তাদের ছন্দ খুঁজে পায় এবং তাদের খেলায় প্রবাহ আসে, তা'হলে গোলের সুযোগ সৃষ্টি করাও সম্ভব হবে৷ আর জার্মান দলে এমন অনেক খেলোয়াড় আছেন, যারা গোল করতে সমর্থ৷ তবুও, রবিবারের খেলায় অনেকগুলো গোল হবে বলে লোয়েভ প্রত্যাশা করছেন না৷ তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি:

‘‘আমরা এই প্রতিরক্ষা প্রাকার ভেদ করতে তখনই সমর্থ হব, যদি আমরা দ্রুত সামনে এগোতে পারি... এবং ওদের অজান্তে বেকায়দায় ফেলতে পারি৷ কেননা এই (অস্ট্রেলীয়) দল গোল করার খুব বেশী সুযোগ দেবে না৷''

অপরদিকে মনে রাখা দরকার যে, জার্মান দল বিগত পাঁচটি বিশ্বকাপে প্রতিবারেই তাদের প্রথম ম্যাচটি জিতেছে৷ শুধু তাই নয়, ২০০২ সালে তাদের অভিযান শুরু করেছে সৌদি আরবকে ৮-০ গোলে হারিয়ে, এবং ২০০৬ সালে তাদের প্রথম ম্যাচে কোস্টা রিকা'কে হারিয়েছে ৪-২ গোলে৷ কাজেই, সাবধানী লোয়েভ যা'ই বলুন না কেন, আমরা প্রত্যাশা রাখতে পারি বৈকি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই