1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে পাঁচ জন নিহত

৩০ এপ্রিল ২০১১

শনিবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী এডেনে এ সরকার বিরোধী বিক্ষোভের সময় ৫জন নিহত হয়েছে৷ নিহতদের মধ্যে দু'জন সরকারি কর্মকর্তা এবং তিনজন সাধারণ মানুষ বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

https://p.dw.com/p/116vu
A Yemeni boy lifted by anti-government protestors shouts slogans during a demonstration demanding the resignation of of Yemeni President Ali Abdullah Saleh, in Sanaa, Yemen, Tuesday, April 26, 2011. Forces loyal to Yemen's embattled president opened fire on protesters demanding his ouster Monday, killing two and wounding dozens at various protests, activists said. (Foto:Hani Mohammed/AP/dapd)
Jemen Demonstration gegen Präsident Ali Abdullah Saleh in Sanaaছবি: dapd

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একজন কর্মকর্তা এবং একজন সৈন্য নিহত এবং দুই এর অধিক সৈন্য আহত হয়েছে৷ তবে এ বিষয়ে আর কিছু জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়৷ স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আল-মনসুরার পার্শ্ববর্তী এলাকা এডেন বন্দর এলাকাতে বিক্ষোভকারীরা সড়ক অবরুদ্ধ করে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র সমর্থকদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছিলো৷ সেসময় সৈন্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালালে বিক্ষোভকারীরা সৈন্যদের উপর গুলি চালায়৷ স্থানীয় কর্মকর্তারা বলছেন, সেসময়, দুইজন সৈন্য এবং একজন বেসামরিক লোক নিহত হন৷ এরপর সেখানে কমপক্ষে আরও তিনজন বেসামরিক লোক নিহত এবং ১৫ জনের বেশি মানুষ আহত হয়৷ হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, আহতদের এডেনের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷

A Yemeni girl flashes the victory sign as female anti-government protestors, not seen, chant slogans during a demonstration demanding the resignation of Yemeni President Ali Abdullah Saleh, in Sanaa, Yemen, Thursday, April 28, 2011. Yemeni security forces have opened fire on a massive anti-government demonstration in the capital Sanaa, killing 12 protesters and wounding some 190, a doctor at the scene said. Markings on her head reads in Arabic: "Leave". (AP Photo/Muhammed Muheisen)
Jemen Mädchen Victory Zeichen Proteste Regierung Sanaaছবি: AP

স্থানীয় কর্মকর্তারা আরও জানান, শনিবারের এই ঘটনায় এডেনে সহিংসতা ছড়িয়ে পড়েছে৷ বত্রিশ বছর ধরে ক্ষমতায় বসে থাকা প্রেসিডেন্ট সালেহ'র বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছে বিক্ষোভকারীরা৷

এর আগে বৃহস্পতি এবং শুক্রবার ইয়েমেনের দক্ষিণাঞ্চলে নিরাপত্তাবাহিনী এবং সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গীদের সংঘর্ষে চারজন নিহত হন৷ তার উপর প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের এই শহরটি ক্রমেই যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে৷

এদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট সালেহর ক্ষমতা থেকে একমাসের মধ্যে সরে দাঁড়ানোর জন্য একটি চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে৷ ইয়েমেনে সরকার বিরোধী সহিংসতা বন্ধে আঞ্চলিক জোট অন্তর্বর্তী এই চুক্তিটির প্রক্রিয়া চালাচ্ছে৷ জাতীয় ঐক্যের সরকার গঠন এবং ভাইস- প্রেসিডেন্টের কাছে সালেহর ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে দেশটির সংঘাত নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য