1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসলামি ব্যাংকের বিরুদ্ধে জঙ্গি অর্থায়নের অভিযোগ

৫ ডিসেম্বর ২০১০

জঙ্গি অর্থায়নের অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশের ইসলামি ব্যাংকের বিরুদ্ধে৷ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া কোন অর্থ বা লভ্যাংশ ব্যাংক হিসেব থেকে হস্তান্তর করা যাবেনা৷

https://p.dw.com/p/QQBI
অর্থ লেনদেনে অনিয়ম (প্রতীকী ছবি)ছবি: picture-alliance / Helga Lade Fotoagentur GmbH

ইসলামি ব্যাংকের আর্থিক লেনদেনে অনিয়ম পেয়েছে বাংলাদেশ ব্যাংক৷ তাদের জঙ্গি সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গি দমন বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানান, তারাই বাংলাদেশ ব্যাংককে তদন্তের অনুরোধ জানিয়েছেলেন৷ তদন্তে দেখা গেছে ইসলামি ব্যাংক তাদের লাভের ৮০ ভাগ ইসলামি ব্যাংক ফাউন্ডেশন নামে আরেকটি প্রতিষ্ঠানে সরিয়ে রাখে৷ এই অর্থ জঙ্গিবাদসহ নানা খাতে নিয়ম বহির্ভূত ভাবে ব্যয় করা হয়৷ মাত্র ২০ ভাগ ব্যাংকে জমা রাখে৷ এখন থেকে ব্যাংকের কোন লভ্যাংশ বা মুনাফা অন্য কোন প্রতিষ্ঠানে সরানো যাবেনা৷ বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া করা যাবেনা এধরনের আর্থিক লেনদেন৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই এই নির্দেশ জারি করেছে ইসলামি ব্যাংকের ব্যাপারে৷ তিনি জানান, অন্য কোন বাংক যাতে জঙ্গি অর্থায়ন করতে না পারে সেজন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বাংলাদেশ ব্যাংক জোরদার করেছে মনিটরিং৷

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করার পরেও তারা বিভিন্ন কৌশলে সক্রিয় রয়েছে৷ বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে৷ এব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সভায়৷

সভায় উপস্থিত স্বরাষ্ট্রসচিব আব্দুস সোবহান শিকদার জানান, জঙ্গি তৎপরতা এবং জঙ্গি অর্থায়ন বন্ধে নতুন আইন করা হচ্ছে৷ ১৯৭৪ সালের এক্সট্রাডিশন অ্যাক্ট এবং সন্ত্রাসদমন আইন এক করে জঙ্গি দমনে নতুন এই আইন প্রায় চুড়ান্ত পর্যায়ে রয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়