1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের পক্ষে জাতিসংঘের রায়

৫ আগস্ট ২০১০

ইসরায়েল ও লেবাননের সীমান্ত এলাকায় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের একদিন পর পরিস্থিতি বেশ থমথমে৷ এদিকে জাতিসংঘ জানিয়েছে, সংঘর্ষের সময় ইসরায়েলি সেনারা তাদের নিজ সীমানার মধ্যেই অবস্থান করছিল৷

https://p.dw.com/p/OcDo
Israeli soldiers
কোন দিকে তাক করে আছে ইসরায়েলী ট্যাংক?ছবি: AP

ইসরায়েল ও লেবানন সীমান্ত এলাকায় মঙ্গলবার গুলি বিনিময়ে প্রাণ হারান লেবাননের দুই সেনা এবং এক সাংবাদিক৷ অন্যদিকে ইসরায়েলের এক সেনা কর্মকর্তাও নিহত হন গুলি চলাকালে৷ এই ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়৷ দুই পক্ষই এই ঘটনার জন্য পরস্পরকে দায়ী করে৷ এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে দক্ষিণ লেবাননে নিযুক্ত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল৷ তারা বুধবার জানিয়েছে যে সংঘর্ষের সময় ইসরায়েলের সেনারা ব্লু লাইন অতিক্রম করেনি৷ বরং তারা তাদের নিজ সীমানার মধ্যেই অবস্থান করছিল৷ ইউনিফিলের সামরিক মুখপাত্র কর্নেল নরেশ ভাট জানান, দুই পক্ষই সংঘর্ষ থেকে বিরত থাকতে রাজি হয়েছে৷ এবং ভবিষ্যতে যাতে আর এই ঘটনার পুনরাবৃত্তি না হয় সেজন্য ইউনিফিলের সঙ্গে সহযোগিতা করতে রাজি হয়েছে৷

Nada, the mother of Sgt. Robert Ashi
নিহত লেবানিজ সেনার কফিনের ওপর মায়ের আহাজারিছবি: AP

গাছ কাটা নিয়ে গুলিবিনিময়

উল্লেখ্য, মঙ্গলবারের ঘটনার সূত্রপাত হয় সীমান্ত এলাকায় একটি গাছ কাটাকে কেন্দ্র করে৷ ইসরায়েল ও লেবাননের সীমান্তের মধ্যের এলাকা ব্লু লাইনের দক্ষিণে এই গাছটি অবস্থিত৷ ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, গাছটির ডালপালা বড় হয়ে যাওয়ায় তা ইসরায়েলি কাঁটাতারের ওপর এসে পড়েছিল৷ সেই ডাল কাটার চেষ্টা করছিল তাদের সেনারা৷ লেবাননের তথ্যমন্ত্রী তারেক মিত্রি স্বীকার করেছেন যে, গাছটি ব্লু লাইনের দক্ষিণে অবস্থিত৷ কিন্তু তিনি এও দাবি করেছেন যে সেই এলাকাটি লেবাননের৷ উল্লেখ্য, ইসরায়েল এবং লেবানন দুই দেশই ব্লু লাইনের জায়গা নিজের বলে দাবি করে আসছে৷

এদিকে, লেবাননের সেনাবাহিনী স্বীকার করেছে যে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের এই তৎপরতার ব্যাপারে তাদের আগে থেকেই জানানো হয়েছিল৷ ইউনিফিলের প্রধান অ্যালান লে রয় জানান যে, তারা লেবাননের সেনাবাহিনীকে এই ব্যাপারে অবহিত করেছিলেন৷ অন্যদিকে তারা ইসরায়েলি সেনাবাহিনীকেও অনুরোধ করেছিলেন যে, গাছ কাটার কাজটি শান্তিরক্ষী বাহিনীর তত্ত্বাবধানেই করা হোক৷ কিন্তু তাদের সে অনুরোধ প্রত্যাখ্যান করে ইসরায়েলি সেনারা নিজেরাই সীমান্ত এলাকায় কাজ শুরু করে৷

এদিকে, দুই দেশের গুলিবিনিময়ের ঘটনার জন্য লেবাননকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র৷ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পি জে ক্রাউলি লেবাননের সেনাদের গুলি চালানোকে অন্যায্য বলে অভিহিত করেছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই