1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করল পশ্চিমের দেশগুলো

১৫ ফেব্রুয়ারি ২০১০

জার্মানি ও পশ্চিমের অন্যান্য দেশ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে৷ ইরানে নির্বাচনউত্তর সহিংসতার আন্তর্জাতিক তদন্তের ডাক নাকচ করে দিয়েছে তেহরান৷

https://p.dw.com/p/M1wP
জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের অধিবেশনছবি: iranhumanrights.org

জাতিসংঘ মানবাধিকার পরিষদে ইরানের কড়া সমালোচনা করে বলা হয়েছে, তেহরানের শাসক গোষ্ঠী বিরোধীদের দলন করছে, মতামতের স্বাধীনতা খর্ব করছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি করছে৷ জার্মান সরকারের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা গ্যুন্টার নোকে ২০০৯ সালের জুন মাসে ইরানের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর শক্তি প্রয়োগ করে প্রতিবাদ বিক্ষোভ দমন করার সমালোচনা করেছেন৷ জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদে নোকে ইরানে রাজনৈতিক বন্দি ও মৃত্যুদন্ড কার্যকর করার উঁচু সংখ্যারও সমালোচনা করেন৷

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হিসাব দিয়েছে, গত বছর ইরানে ৩০০-রও বেশি মানুষের মৃত্যুদন্ড কার্যকর করা হয়৷ গ্যুন্টার নোকে ইরানে ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানিরও নিন্দা করেন৷ বাহাই সম্প্রদায়ের প্রতিনিধিদের হয়রানি ও গ্রেপ্তারির কথা উল্লেখ করেন তিনি৷ মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের অন্যান্য পশ্চিমি রাষ্ট্র ইসলামি প্রজাতন্ত্রী ইরানে ধর্মীয় স্বাধীনতা সীমিত করার নিন্দা করে৷

মানবাধিকার পরিষদে মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন সহ পশ্চিমের দেশগুলো ইরানে গত বছরের নির্বাচনের পর থেকে ‘‘রক্তক্ষয়ী পীড়ন'' চালানোর ব্যাপারে দায়ী করেছে তেহরানকে৷ ৪৭ সদস্যের পরিষদে মার্কিন পররাষ্ট্র দপ্তরের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক শীর্ষ প্রতিনিধি মাইকেল পসনার বলেন, ইরান সরকার নির্বাচনের পর থেকে লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদকে পদদলিত করেছে৷ তিনিও ইরানে মত প্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান বিধিনিষেধের সমালোচনা করেন৷

জেনেভায় ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধি জঁ-বাপটিস্ট মাটেই অভিযোগ করেন, ইরানে গত আট মাসে মানবাধিকার পরিস্থিতির গুরুতর অবনতি ঘটেছে৷ ব্রিটেনের রাষ্ট্রদূত পিটার গুডম্যানও বলেন, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘন অব্যাহত৷

বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে ইরান পশ্চিমের বড় শক্তিগুলোর দিক থেকে ইতিমধ্যেই চাপের মুখে৷ মানবাধিকার লঙ্ঘন নিয়ে সমালোচনা সেই চাপটাকে আরও বাড়িয়ে দিল৷ ইরান অবশ্য পশ্চিমের সব সমালোচনাকে নাকচ করে দিয়ে দাবি করেছে, ইরান একটি খোলামেলা সমাজ৷ সেখানে বাকস্বাধীনতা আর ন্যায়বিচারের গ্যারান্টি আছে বলে তিনি উল্লেখ করেন৷

প্রতিবেদক: আব্দুল্লাহ আল-ফারূক

সম্পাদনা: আবদুস সাত্তার