1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে বোমা হামলা, নিহত ৩৯

১৫ ডিসেম্বর ২০১০

ইরানের সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে জোড়া আত্মঘাতী বোমা হামলায়, কমপক্ষে ৩৯ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছে৷ সংশ্লিষ্ট এলাকার সাংসদ মোহাম্মদ ইয়াকুব এ হতাহতের খবর নিশ্চিত করেছেন৷

https://p.dw.com/p/QbSz
ফাইল ফটোছবি: AP

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত চাহবাহার শহরে ইমাম হোসেন মসিজদের সামনে বুধবার ঐ বিস্ফোরণ ঘটায় আত্মঘাতী হামলাকারীরা৷ উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আলি আব্দোল্লাহীর বরাত দিয়ে ইরানের বার্তাসংস্থা ইরিনা জানিয়েছে যে, শিয়া মুসলিমদের আশুরা উপলক্ষে আয়োজিত এক শোক অনুষ্ঠানে ঐ হামলা চালানো হয়৷ হামলায় নারী ও শিশু ছিল বলেও জানান উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আব্দোল্লাহী৷

বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত দুই সন্ত্রাসীকে পুলিশ চিহ্নিত করতে পারলেও, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আগেই একজন তার কাপড়ের নীচে লুকোনো বোমার বিস্ফোরণ ঘটায়৷ অপর বোমা বিস্ফোরণকারীকে অবশ্য ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানিয়েছেন চাহবাহার শহরের নিরাপত্তা বিভাগের প্রধান আলী বাতেনি৷ তবে জোড়া আত্মঘাতী বেমা হামলার যে খবর কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে, তা নাকচ করে দিয়েছেন ইরানি কর্মকর্তারা৷ তাঁদের কথায়, দ্বিতীয় বোমা বিস্ফোরণের আগেই দুই নম্বর সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷

এদিকে, আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলের রিপোর্ট অনুযায়ী, ‘জুনদোল্লাহ' নামের একটি সুন্নি মুসলিম জঙ্গি দল হামলার দায়ভার স্বীকার করেছে৷ পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ-পূর্বাঞ্চলের এ এলাকাটিতে বেশ কিছুদিন যাবত ঐ দলটি বেশ তৎপর ছিল৷ গত মাসেই যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে৷ ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র অ্যালিস্টেয়ার বার্ট বুধবারের এ ঘটনাকে ‘অত্যন্ত নিন্দনীয়’ বলে মন্তব্য করেছেন৷

এর আগে, জুলাই মাসে, জাহেদিন প্রদেশের একটি শিয়া মসজিদে অপর এক আত্মঘাতী হামলায় ২৭ জন নিহত হয়েছিল ইরানে৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক