1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত

৩ নভেম্বর ২০১০

ইভটিজিং প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে৷ এজন্য আইনে পরিবর্তন আনা হচ্ছে৷ ইভটিজিংয়ের শিকার হয়ে চলতি বছরের ১০ মাসে আত্মহত্যা করেছে ২৩ জন৷ আর ইভটিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিয়েছেন শিক্ষক ও মা৷

https://p.dw.com/p/PwsK
এসব মেয়েকে বখাটেদের হাত থেকে রক্ষা করা দরকার (ফাইল ফটো)ছবি: picture-alliance/dpa

বখাটে সন্ত্রাসীরা শিক্ষা-প্রতিষ্ঠান ও রাস্তাঘাটে তরুণী-মহিলাদের উত্যক্ত করছে৷ তাদের বিরুদ্ধে দেশের সবশ্রেনীর মানুষ সোচ্চার হলেও তারা যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে৷ চলতি বছরে দেড় হাজারের মত ইভটিজিংয়ের অভিযোগ রেকর্ড করা হলেও বাস্তবে অবস্থা আরও ভয়াবহ৷ তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইভটিজিংয়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু জানিয়েছেন, এজন্য আইনে কিছুটা পরিবর্তন আনা হচ্ছে৷

তিনি বলেন, ইভটিজিং প্রতিরোধে শুধু আইনই যথেষ্ট নয়৷ পারিবারিক মূল্যবোধ ও নৈতিক অনুশাসন গড়ে তুলতে হবে৷ নইলে ইভটিজিং প্রতিরোধ করা যাবে না৷

অন্যদিকে হাইকোর্ট এক আদেশে ইভটিজিংয়ের হাত থেকে সুরক্ষার জন্য দেশের পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দিয়েছে৷ সরকারকে নির্দেশ দিয়েছে নীতিমালা তৈরি করতে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য