1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইন্দোনেশিয়ায় পূর্ব টিমর নিয়ে ছবি নিষিদ্ধ

৫ আগস্ট ২০১০

অস্ট্রেলিয়ায় নির্মিত ‘বালিবো’ চলচ্চিত্রের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রেখেছে ইন্দোনেশিয়ার একটি আদালত৷ পূর্ব টিমর’এ ইন্দোনেশিয় সৈন্যদের ওপর যুদ্ধাপরাধের অভিযোগের ওপরই ছবিটি নির্মাণ করা হয়৷

https://p.dw.com/p/Ocfs
পূর্ব টিমর’এ ইন্দোনেশিয় সৈন্যদের ওপর যুদ্ধাপরাধের অভিযোগের ওপর ছবিটি নির্মাণ করা হয়ছবি: AP

নিষেধাজ্ঞার বিরুদ্ধে ‘আ্যালায়েন্স অফ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট' বা এজেআই-এর দায়ের করা একটি চ্যালেঞ্জ প্রত্যাখ্যান করে বিচারকরা বলেছেন, চলচ্চিত্রটির মাধ্যমে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যকার সম্পর্ক নষ্ট করার সম্ভাবনা রয়েছে৷

১৯৭৫ সালের অক্টোবরে টিমর'এর বালিবো শহরে অস্ট্রেলিয়া ভিত্তিক পাঁচজন সাংবাদিককে হত্যার যে অভিযোগ ইন্দোনেশিয়ার সৈন্যদের বিরুদ্ধে আনা হয়েছে, এ্যান্টনি লাপ্যাগলিয়ার অভিনয়ে এবং রবার্ট কনোলির পরিচালনায় এই ছবিটির গল্পে তাই বিবৃত করা হয়েছে৷

আদালত বলছে, ছবিটি দু'দেশের মধ্যে রাজনৈতিক সংবেদনশীলতা তৈরি করতে প্ররোচিত করবে৷ এদিকে স্বতন্ত্র সাংবাদিক জোট এজেআই-এর আইনজীবী হেনদ্রায়ানা বলেছেন, ‘‘বাস্তবে কী ঘটেছে জনগণের তা জানা উচিত৷ আমরা উচ্চতর আদালতের কাছে আবেদন জানাবো৷''

ছবিটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার আরেকটি কারণ হচ্ছে, এটি ইন্দোনেশিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে৷ গত বছর ছবিটি নিষিদ্ধ করার ঘোষণা দেয়া হয়৷ অস্ট্রেলিয়ার একটি সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে, ইন্দোনেশিয়ার সৈন্যরা ঠাণ্ডা মাথায় ঐ পাঁচ সাংবাদিককে হত্যা করেছে৷ কিন্তু ইন্দোনেশিয়ার দাবি ঐ পাঁচ সাংবাদিক প্রাণ হারিয়েছেন ক্রসফায়ারে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন