ইন্টারনেটে অনুষ্ঠান শুনে রেডিও’র মতো মজা পাচ্ছি না | পাঠক ভাবনা | DW | 13.05.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ইন্টারনেটে অনুষ্ঠান শুনে রেডিও’র মতো মজা পাচ্ছি না

আমি এখন বরিশালে আছি৷ এখানে রেডিও অনেক ঘাটাঘাটি করেও আপনাদের অনুষ্ঠান শুনতে পারলাম না৷ তাই তো বলি, দক্ষিণ বঙ্গে আপনাদের শ্রোতা এতো কম কেন? আশা করি অল্প দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে৷

উপরের মন্তব্যটি করেছেন মোঃ রাসেল শিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেড়িও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর থেকে৷

প্রথমে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলে বাংলা বিভাগের সকল শ্রোতা ও কলাকুশলীকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেবেন৷ আশাকরি ভাল আছেন৷ আমিও ভাল আছি৷ আমি নিয়মিত অনুষ্ঠান শুনি৷ তাছাড়া ওয়েবসাইট এবং ফেইসবুক দেখলেও মন্তব্য পাঠানো হয়না৷ অনেকদিন পর আজ আবার লিখলাম৷

গত কয়েকদিন আগে সবুজ পৃথিবী অনুষ্ঠানে নেদারল্যান্ডে সাইকেল চলাচলের জন্য রাস্তায় যেভাবে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে - তা সত্যিই প্রশংসার দাবিদার৷ রিক্সা এবং সাইকেল পরিবেশ বান্ধব পরিবহন এবং এর থেকে কোন কার্বন নির্গমন হয়না৷ সেই সাথে সাইকেল চলাচলের রাস্তা হতে বিদ্যুৎ উৎপাদন! চমৎকার উদ্যোগ৷ এই উদ্যোগের সফলতা কামনা করছি৷ আশা করছি আগামীতে এই প্রযুক্তি উন্নয়নশীল দেশেও বাস্তবায়ন হবে৷ ওয়েবসাইট বা ফেইসবুকে কি এই খবরটি দেওয়া হয়েছে ?

আমার কিছু অভিযোগ ও অনুযোগ আছে যা নীচে লিখলাম৷

শ্রোতারা নয় ডয়চে ভেলের পক্ষ থেকে শ্রোতাদের ফোন করে মতামত নেওয়া হোক বা বাংলাদেশের কোন মোবাইল নম্বর দেওয়া হোক, যাতে শ্রোতারা কম খরচে তাদের মতামত জানাতে পারে৷

ডয়চে ভেলের থেকে যে গান প্রচার করা হয় তা আংশিক৷ আমার অনুরোধ যেকোন গানই পুরোটা প্রচার করা হোক৷ প্রত্যাশা ছিল বিশ্ব মা দিবসে মা শিরোনামে একটা গান প্রচার করা হবে, কিন্তু হয়নি৷

অনুষ্ঠান সম্পর্কে শ্রোতারা যে মতামত পাঠায় তাতে অনুষ্ঠানের ভুলত্রুটিগুলো নিয়ে কোন সমালোচনা থাকেনা বা খুব কম থাকে৷ তাই শ্রোতাদের সমালোচনা পাঠানোর অনুরোধ জানালে ভালো হবে৷ জার্মান ভাষা শিক্ষার অনুষ্ঠান পুনরায় চালু করার জন্য এবং শ্রোতাদের ভাষা শিক্ষার বই দেওয়ার জন্য অনুরোধ রইল৷

ইনবক্সের সময় বাড়ানো নিয়ে অনেক শ্রোতাই বলেছে৷ এটা সময়েরও দাবি এবং আমারও দাবি৷ ইনবক্সের সময় বাড়ানো হোক আর প্রতিটি ইনবক্সে শ্রোতাদের সাক্ষাৎকার প্রচার করার জন্য অনুরোধ রইল৷

গত ১৪ ফেব্রুয়ারি ‘ছবি খুঁজুন পুরস্কার জিতুন' প্রতিযোগিতায় বিজয়ী হয়েছি৷ কিন্তু এখনও কোন পুরস্কার পাইনি৷ প্রতি বছর ডয়চে ভেলে ম্যাগাজিন প্রকাশ করার জন্য অনুরোধ রইল৷ আশা করছি আগামীতে অনুষ্ঠান নিয়ে আরোও মতামত পাঠাতে পারবো, এই প্রত্যাশায় বিদায় নিলাম৷ ধন্যবাদান্তে মাহফুজ, ঝাকুনীপাড়া, কুমিল্লা, বাংলাদেশ৷

সঙ্গীত জগতের এক অসাধারণ প্রতিভা মার্কিন শিল্পী চেট বেকারের সংক্ষিপ্ত সংগীত জীবন সম্পর্কে জেনে ভাল লাগল৷ আব্দুল কুদ্দুস মাস্টার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম৷

গত রাতে প্রচারিত অনুষ্ঠানে দিল্লি থেকে পাঠানো রিপোর্ট এবং মধ্যপ্রাচ্যে ঘটে যাওয়া পরিস্থতির উপর সিরিয়া বিষয়ক প্রতিবেদন এবং আইপিএল'এ সৌরভ গাঙ্গুলির খেলার খবর অনুষ্ঠানকে আকর্ষর্ণীয় করে তুলেছিল৷ এছাড়াও ওয়েবসাইটে লক্ষ্য করলাম আমাদের দেশের সর্বোচ্চ আদালত ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়েছে৷ আমার মনে হয় এতে দেশে দলীয় সংঘাত আরো বৃদ্ধি পাবে কারণ আইন আদালতকে দলীয় করণ করা ঠিক নয় যা বর্তমান সরকার করে চলেছে৷ তাছাড়া এই আইনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্তির পথ সুগম হল৷ এমএ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসনার্স ক্লাব, চৌধুরী পাড়া, আজমপুর, কুষ্টিয়া, বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ