1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইনিয়েস্তার গোলে কাপ গেলো স্পেনের ঘরে

১১ জুলাই ২০১০

একের পর এক ফাউল আর হলুদ কার্ডের ছড়াছড়ি৷ ফাইনালে এমন ফুটবল গুন্ডামি বোধহয় কেউ আশা করেনি৷ তবুও খেলাটা বিশ্বকাপ, মোটের পর এমন দু’দল খেলেছে যারা কিনা আগে কখনো বিশ্বকাপ জেতেনি৷ তাই, উত্তেজনাটাই আলাদা৷

https://p.dw.com/p/OGUT
ইনিয়েস্তাছবি: AP

সেই উত্তেজনা গড়ালো বাড়তি সময় অবধি৷ একেবারে গোলশূন্য দশায়৷ সবাই যখন টাইব্রেকার দেখার প্রস্তুতি নিতে ব্যস্ত, তখনই একেবারে শেষবেলায় ১১৬ মিনিটের মাথায় বল গোলে ঢুকিয়ে দিলেন স্পেনের আন্দ্রেস ইনিয়েস্তা৷ ফলাফল ১-০৷

শেষ অবধি গিয়েও খালি হাতে ফিরতে হলো নেদারল্যান্ডসকে৷ তবে, আসল ফুটবল কিন্তু আরেকবার দেখালো স্প্যানিশরা৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী