1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউ এ ই-তে ভারতীয়দের ওপর নির্যাতন: অ্যামনেস্টির নিন্দা

২৪ এপ্রিল ২০১০

এই ১৭ জনকে নির্যাতন করা হয়েছে, স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে, এবং একটা তৈরী করা ভিডিও চিত্রের ওপর নির্ভর করে এই ১৭ জনকে প্রদান করা হয়েছে, মৃত্যুদন্ড৷ এ হচ্ছে বিচারের নামে উপহাস৷

https://p.dw.com/p/N5YQ
দুবাই-এ বিদেশী শ্রমিকদের কাজছবি: dpa

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয়দের ওপর নির্যাতন এবং ১৭ জন ভারতীয়কে স্বীকারোক্তি দিতে বাধ্য করা সম্পর্কিত ব্যাপারটির নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল৷ একজন পাকিস্তানি নাগরিককে হত্যার দায়ে ঐ ১৭ জন ভারতীয়কে গত মাসে মৃত্যুদন্ড প্রদান করে আদালত৷

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, যে জায়গায় ঐ পাকিস্তানি নাগরিককে হত্যা করা হয়েছিল , অভিযুক্ত ১৭ জনকে পুনরায় শারজাহর সেই জায়গায় নিয়ে যাওয়া হয়৷ সেখানেই ঘটানো হয়েছিল হত্যাকান্ড৷ এবং কিভাবে হত্যাকান্ড ঘটানো হয়েছে, তা অভিনয় করে দেখাতে বাধ্য করা হয় অভিযুক্তদের৷ জানা গেছে, নিহত পাকিস্তানির জায়গায় অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তা৷ পুরো ঘটনাটি ভিডিও করা হয় এবং সচিত্র প্রমাণ হিসেবে দাখিল করা হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তারের একমাস পর তাদের শারজাহয় নিয়ে যাওয়া হয়৷ তবে এইসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ কোন মন্তব্য করেনি এখন পর্যন্ত৷

ভারতীয় মানবাধিকার গ্রুপ ল-ইয়ার ফর হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের কাছ থেকে পাওয়া নির্যাতনের প্রমাণ দেখার পর অ্যামনেস্টি জানিয়েছে, অভিযুক্তদের লাঠি দিয়ে পেটানো হয়, দেয়া হয় ইলেক্ট্রিক শক, তাদেরকে ঘুমাতে দেয়া হয়নি এবং এক পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয়েছে৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা সম্পর্কিত উপ পরিচালক হাসিবা হাজ শারাউয়ি বলেন, এ হচ্ছে বিচারের নামে উপহাস৷ তিনি বলেন, এই ১৭ জনকে নির্যাতন করা হয়েছে, স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে, এবং একটা তৈরী করা ভিডিও চিত্রের ওপর নির্ভর করে এই ১৭ জনকে প্রদান করা হয়েছে, মৃত্যুদন্ড৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে নির্যাতনের অভিযোগ তদন্ত, এবং নিরপেক্ষ বিচারের জন্যে অভিযুক্তদের আপীলের সুযোগ করে দেয়ার আহ্বান জানিয়েছে৷

হত্যাকান্ডের ঘটনাটি ঘটে অবৈধ এ্যালকোহল ব্যাবসার নিয়ন্ত্রণ সম্পর্কিত একটি বিতর্ক নিয়ে৷ নিহত ঐ পাকিস্তানী নাগরিককে একের পর এক ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে প্রায় ৫০ জন জড়িত ছিল৷ একসঙ্গে এতোজনকে মৃত্যুদন্ড প্রদানের ঘটনা এর আগে আর আমিরাতে ঘটেনি৷ অভিযুক্ত ১৭ জন রায়ের বিরুদ্ধে আপিল করেছে এবং ১৯শে মে তাদের আদালতে উপস্থিত হবার কথা রয়েছে৷

প্রতিবেদক: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: অরুন শঙ্কর চৌধুরী