1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২-র কোয়ালিফাইং

৪ সেপ্টেম্বর ২০১০

জার্মানি বেলজিয়ামের কাছে প্রায় ধাক্কা খেতে চলেছিল৷ স্পেন এখনও আগুন গরম৷ ইংল্যান্ডের কোচ ফাবিও কাপেল্লো’র মানরক্ষা৷ কিন্তু ফ্রান্সের নতুন কোচ লরঁ ব্লঁ’র মুখ চুন৷

https://p.dw.com/p/P42Q
গোল করার পর ক্লোজে’র উল্লাসছবি: AP

জার্মানরা বিগত কিছুদিন কে ক্যাপ্টেন হবে কিংবা থাকবে, ফিলিপ লাম না মিশায়েল বালাক, তাই নিয়ে এ্যাতো ব্যস্ত ছিল যে, মাঝখান থেকে ইউরো ২০১২-র কোয়ালিফায়ারটা যে ঘাড়ের ওপর এসে পড়েছে, সেটা যেন খেয়ালই করেনি৷ বালাক স্বয়ং চোটগ্রস্ত৷ সামি খেদিরা আর মেসুৎ ওয়েজিল সদ্য রেয়াল মাদ্রিদে যাওয়ার ঘোরে রয়েছে৷ ওদিকে তরুণ এক বেলজিয়াম টীম আদৌ না ঘাবড়ে, কিংবা ভক্তি-শ্রদ্ধা না করে যেরকম আক্রমণাত্মক খেলা শুরু করল, তা'তে বিশ্বকাপে খেল দেখানো জার্মান গোলকীপার মানুয়েল নয়ার দুই পোস্টের মধ্যে না থাকলে খেলার স্কোর অন্যরকম দাঁড়াতে পারতো৷ - একবারই জার্মানদের একটি কম্বিনেশন ঠিকমতো কাজ করেছে: শোয়াইস্টাইগারের কাড়া বলটি থমাস ম্যুলারের পা হয়ে মিরোস্লাভ ক্লোজে'র কাছে পৌঁছে গেছে৷ এবং ক্লোজে'র তাঁর ৫৩তম আন্তর্জাতিক গোলটি করতে কোনো ভুল হয়নি৷ কাজেই জার্মানি জিতেছে ১-০ গোলে৷

ইউরো চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন গেছিল বিশ্বের ১৪১তম দল লিখটেনস্টাইনের বিরুদ্ধে খেলতে৷ কাজেই স্পেনের ৪-০ গোলে জেতাটা বড় কথা নয়৷ বড় কথা হল যে, ফের্নান্দো টরেস আবার গোল করেছে, তা'ও একটি নয়, দু'টি৷ নয়তো স্পেনের খেলা দেখে লিখটেনস্টাইনের কোচ হান্স-পেটার জাউগ বলেছেন: ‘‘আমার প্লেয়াররা বলেছে, স্পেন যেভাবে খেলছিল, তা'তে তারা ফাউল করার জন্যও কাছে ঘেঁষতে পারেনি৷... মনে হচ্ছিল যেন ওদের চেয়ে আমাদের দু'তিনজন প্লেয়ার কম৷''

ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকায় হতাশ করার পর এবার বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে অন্তত কোচ ফাবিও কাপেল্লো'র মান - এবং চাকরিটা - রেখেছে৷ এখানে বড় খবর হল, ওয়েন রুনি'র আলিস্যি কেটেছে৷ ঐ চারটে গোলের মধ্যে তিনটিই তার এ্যাসিস্ট বা সহায়তায়৷ - হল্যান্ড সান মেরিনো'কে ৫-০ গোলে হারিয়ে মশা মারতে কামান দাগা করেছে৷ ইটালিও গত সাতটা ম্যাচে না জেতার পর এবার এস্টোনিয়াকে কোনোক্রমে ২-১ গোলে হারিয়েই খুশী৷ ক্রিস্টিয়ানো রোনাল্ডো বিহীন পোর্তুগাল যে কি করে সাইপ্রাসের সঙ্গে ৪-৪ ড্র করে, সেটা ফুটবলের একটা বিশেষ রহস্য! বেচারা লরঁ ব্লঁ ফ্রান্সের নতুন কোচ৷ স্বয়ং জিনেদিন জিদান নাকি তাঁর উপদেষ্টা৷ কিছুতেই কিছু হল না৷ স্বদেশে, স্বমাঠে ফ্রান্স বেলারুস'এর কাছে হারল ১-০ গোলে৷ ব্লঁ বলেছেন, ‘‘গোল করতে জানে, আমাদের এমন প্লেয়ার নেই৷'' সমস্যা বৈকি৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: ফাহমিদা সুলতানা