1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোভিশনের মুকুট জিতলেন জার্মানির লেনা

৩০ মে ২০১০

আগেই ধারণা করা হয়েছিল, এবং শেষ পর্যন্ত তাই হলো৷ ইউরোভিশন সঙ্গীত প্রতিযোগিতার মুকুট ছিনিয়ে নিলো জার্মানি৷ আর এর কৃতিত্ব সুন্দরী তন্বী লেনা মায়ার লান্ডরুটের৷

https://p.dw.com/p/NcyB
বিজয়ের পর লেনা মায়ার লান্ডরুটছবি: AP

শনিবার অংশগ্রহণকারী মোট ৩৮ টি দেশের ভোটাভুটির পর চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষণা করা হয়৷ এর মধ্যে নয়টি দেশ যথা, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, স্পেন, স্লোভাকিয়া, লাটভিয়া, নরওয়ে, সুইজারল্যান্ড এবং সুইডেন লেনাকে পুরো ১২ নম্বর দিয়েছে৷ ২৪৬ পয়েন্ট পেয়ে সবাইকে ছাড়িয়ে যান জার্মানির হ্যানোভার শহর থেকে আসা লেনা৷ তার পরেই ছিলেন তুরস্ক এবং রুমানিয়ার প্রতিযোগীরা৷ তবে তাদের সঙ্গে ব্যবধান ছিল অনেক৷ উল্লেখ্য, ইউরোভিশনের ৫৫ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয় ছিনিয়ে আনল জার্মানি৷ ২৮ বছর আগে ১৯৮২ সালে জার্মানির নিকোল এই সম্মান নিয়ে এসেছিলেন৷

Eurovision Song Contest 2010 ESC2010 Finale Oslo Deutschland Lena Meyer-Landrut
গান গাইছেন লেনাছবি: picture-alliance/dpa

এবার ইউরোভিশনে স্যাটেলাইট গানটি গেয়ে দর্শক ও শ্রোতাদের মন জয় করে নেন লেনা৷ দুর্দান্ত ছন্দ ও তালের সঙ্গে সঙ্গে মঞ্চে তাঁর সাবলীল উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷ এমনিতেই দেখতে বেশ নজরকাড়া সুন্দরী ১৯ বছর বয়স্ক এই তরুণী৷ তার ওপর কথাবার্তাতেও বেশ চটপটে৷ তবে ইউরোভিশনের চূড়ান্ত ফলাফল পাওয়ার পর আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন লেনা৷ বিশ্বাসই হতে চাচ্ছিল না যে তিনি শেষ পর্যন্ত জয়ী হয়েছেন৷ লেনা বলেন, আমি খুবই খুশি, আমি কখনও ভাবতেও পারিনি যে আমরা জিততে পারবো৷ এটা সত্যিই দারুণ৷ উল্লেখ্য, ইউরোভিশনের চূড়ান্ত পর্বে জায়গা করে নেন ২৫টি দেশের প্রতিযোগীরা৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই