1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অর্থনীতি এখনো নাজুক'

৬ আগস্ট ২০১৪

ব্যাংকের সংকট গোটা ইউরোপের অর্থনীতির উপর যাতে আর কুপ্রভাব ফেলতে না পারে, পর্তুগাল ঠিক সময়ে হস্তক্ষেপ করে সেটা নিশ্চিত করেছে৷ এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা ইসিবি ইউরোপীয় অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে৷

https://p.dw.com/p/1Cp78
Jean-Claude Juncker im Europaparlament 15.07.2014
ছবি: Reuters

পর্তুগালের সরকার বিইএস ব্যাংকের জন্য ৫০০ কোটি ইউরো বেলআউটের ঘোষণা করায় বাজারে স্বস্তি ফিরেছে৷ দেশের কেন্দ্রীয় ব্যাংক বিইএস-এর নিয়ন্ত্রণও নিজেদের হাতে তুলে নিয়েছে৷ ফলে চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিলো৷ সামগ্রিকভাবে ইউরোজোন পার্চেজিং ম্যানেজার ইনডেক্স বা পিএমআই গত তিন বছরের মধ্যে সবচেয়ে উঁচু মাত্রায় পৌঁছেছে, যা অবশ্যই একটা সুখবর৷ তবে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তা কাটছে না৷ জার্মানির বেশ কিছু কোম্পানি এরই মধ্যে নেতিবাচক প্রভাবের কথা বলছে৷ জার্মানির পুঁজিবাজারে সোমবার এ কারণে কিছুটা দরপতন ঘটেছিল৷

এদিকে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ এক বৈঠকের আগে ইউরোর বিনিময় মূল্য কিছুটা কমে গেছে৷ তবে বৃহস্পতিবারের বৈঠকে ইসিবি সুদের হারে কোনো পরিবর্তন করবে না বলেই ধরে নেওয়া হচ্ছে৷অর্থনীতিকে চাঙ্গা করতে জুন মাসে তারা যে সব পদক্ষেপ ঘোষণা করেছিল, আপাতত তার প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে৷ ইউক্রেন ও রাশিয়া সংকট ইউরোপের অর্থনীতির উপর কোনো বড় প্রভাব ফেলছে কিনা, সে দিকেও লক্ষ্য রাখছে ইসিবি৷

Symbolbild 500 Euro Schiene
পর্তুগালের সরকার ৫০০ কোটি ইউরো বেলআউটের ঘোষণা করায় বাজারে স্বস্তি ফিরেছেছবি: Liudmila Travina/Fotolia

অন্যদিকে ‘ডিফ্লেশন' বা মূল্যহ্রাসের প্রবণতা কাটার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷ সাম্প্রতিক তথ্য অনুযায়ী জুলাই মাসে ইউরো এলাকায় মূল্যস্ফীতির হার কমে দাঁড়িয়েছে ০.৪ শতাংশে৷ গত সপ্তাহে ইউরো এলাকার ব্যাংকগুলি ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির জন্য ঋণের নিয়ম শিথিল করায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ তবে শেষ পর্যন্ত কোনো ফল না পেলে ইসিবি ‘অ্যাসেট পারচেজ' কর্মসূচি শুরু করবে বলে মনে করছেন কিছু বিশেষজ্ঞ৷

ইউরোপীয় কমিশনের আগামী প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার বলেছেন, ইউরোপকে অর্থনৈতিক সংকট সম্পর্কে সতর্ক থাকতে হবে৷ তাঁর মতে, বর্তমান সংকট কাটিয়ে তুলতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে বটে, কিন্তু ঝুঁকি পুরোপুরি কেটে যায় নি৷ পর্তুগালের বিইএস ব্যাংকের সংকট সেটা আবার মনে করিয়ে দিলো৷ পর্তুগাল ও গ্রিসের মতো দেশের অর্থনৈতিক পরিস্থিতি যে এখনো বেশ নাজুক, তা ভুললে চলবে না, বলেন ইয়ুংকার৷ গ্রিসের সংস্কার কর্মসূচির প্রশংসাও করেন তিনি৷ স্পেনের প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যাশার তুলনায় অর্থনীতির উন্নতি অনেক ভালোভাবেই এগোচ্ছে৷

এসবি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য