1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের অর্থনীতির উন্নতি

২০ নভেম্বর ২০১৩

গত কয়েক বছরের সংকট কাটিয়ে ২০১৪ সালে ইউরোপ আবার প্রবৃদ্ধির পথে ফিরতে চলেছে৷ এমনকি স্পেনের মতো দেশও ব্যাপক সংস্কার চালিয়ে সঠিক দিশায় অগ্রসর হচ্ছে বলে ইউরোপীয় কমিশনের ধারণা৷

https://p.dw.com/p/1AKs6
A man uses his cell phone in front of chart with the stock prices at the Greek Stock Exchange in Athens, Tuesday, Oct. 4. 2011. The Athens stock index closed negative 6,28 percent, as it dropped as low as minus 7.1 percent by late afternoon while the main Europe markets fell more than 3 percent. The turmoil endangered French-Belgian bank Dexia, whose shares plunged as much as 40 percent, on worries about its exposure to Greek bonds. (AP Photo/Thanassis Stavrakis) // Eingestellt von wa
ছবি: AP

সোমবারই জানা গেছে, যে বাকি বিশ্বের সঙ্গে ইউরো এলাকার বাণিজ্যের ক্ষেত্রে ‘ট্রেড সারপ্লাস' ১২ মাসের মধ্যে শীর্ষ মাত্রায় পৌঁছেছে৷ অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম সূচক এটা৷ এর মধ্যে জার্মানির অবদান সবচেয়ে উল্লেখযোগ্য৷ উল্লেখ্য, রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বিপুল সাফল্যের কারণে জার্মানিকে সম্প্রতি ইইউ ও অ্যামেরিকার কড়া সমালোচনার মুখোমুখি হতে হয়েছে৷ অভিযোগ উঠেছে, অন্যদের ব্যর্থতার মূল্যে জার্মানির এই উন্নতি ঘটছে৷ জার্মানি অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়ে ইউরোপের দেশগুলিকে সংস্কারের পথে এগোনোর পরামর্শ দিচ্ছে৷ তাদের মতে, বিশ্বায়নের এই যুগে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে হলে দক্ষতা বাড়াতেই হবে৷

Bildnummer: 60428611 Datum: 29.08.2013 Copyright: imago/epd Ein Drache der brasilianischen Graffiti-Künstlerin Fefe Talavera hängt am 29.08.2013 am Glasportal der Deutschen Bank in Frankfurt am Main. Die Schirn-Kunsthalle hat die brasilianische Grafitti-Kunst nach Frankfurt geholt. Die Kunsthalle lässt elf Künstler oder Künstlergruppen aus dem südamerikanischen Land Farbe in der Stadt verteilen. Ihre Kunst bildet einen Rahmen für die diesjährige Buchmesse - Brasilien ist in diesem Jahr der Ehrengast der Bücherschau. Street-Art Brazil hat die Schirn diese Aktion getauft. Die Arbeiten der Straßenkünstler sind meist dezidiert sozialkritisch. Sie haben nach Angaben der Schirn ihre Wurzeln in der Zeit der Militärdiktatur, die vor 28 Jahren endete. Graffiti waren und sind in Brasilien eine Form der politischen Meinungsäußerung und in den Metropolen des Landes allgegenwärtig. Die Szene ist groß und vielgestaltig. Die Brasilianer sehen Graffiti meist nicht als Schmiererei; sie sind als Teil der Kultur anerkannt. (Siehe epd-Bericht vom 03.09.2013) Street-Art Brazil in Frankfurt Gesellschaft Kunst Kultur StreetArt Street Art Fotostory xns x0x 2013 quer Graffiti Graffitikunst Kultur Kunst Künstler Sprayer Straßenkunst Street-Art 60428611 Date 29 08 2013 Copyright Imago epd a Dragon the Brazilian Graffiti Artist Fefe Talavera hang at 29 08 2013 at Glass portal the German Bank in Frankfurt at Main the Schirn Kunsthalle has the Brazilian Graffiti Art after Frankfurt fetched the Kunsthalle can Eleven Artists Or Artist groups out the South American Country Color in the City distribute theirs Art is a Frame for the This year Book Fair Brazil is in this Year the Guest of Honour the Books review Street Art Brazil has the Schirn These Action shot baptized the Work the Street artists are mostly decidedly sozialkritisch Them have after Information the Schirn theirs Roots in the Time the Military dictatorship the before 28 Years ended Graffiti Were and are in Brazil a Shape the political Of expression and in the Metropolises the Country omnipresent the Scene is big and multiform the Brazilians see Graffiti mostly not as Schmiererei Them are as Part the Culture recognised See epd Report of 03 09 2013 Street Art Brazil in Frankfurt Society Art Culture Streetart Street Art Photo Story xns x0x 2013 horizontal Graffiti Graffiti art Culture Art Artists Sprayers Street art Street Art
ছবি: imago stock&people

ইউরো এলাকার ‘কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস' কমে যাবার ফলেও অর্থনৈতিক কার্যকলাপ বাড়ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ ফলে লগ্নিকারীদের আস্থা বাড়তে পারে বলে ধরে নেওয়া হচ্ছে৷ তবে ইউরোপের ব্যাংকিং ক্ষেত্রের বিরুদ্ধে সমালোচনা শোনা যাচ্ছে৷ ইউরোপীয় ব্যাংকিং কর্তৃপক্ষ ইবিএ-র প্রধান আন্দ্রেয়া এনরিয়া বলেছেন, আর্থিক সংকট সত্ত্বেও খুব কম সংখ্যক ব্যাংক বাজার থেকে উধাও হয়েছে৷ সরকারি হস্তক্ষেপের ফলেই অনেক ব্যাংক দুর্বল হওয়া সত্ত্বেও বেঁচে গেছে বলে তিনি মন্তব্য করেন৷ অথচ মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক ব্যাংক নতুন নিয়মের ধকল সামলাতে না পেরে বন্ধ হয়ে গেছে৷ মূলত শুধু সেই সব ব্যাংকই টিকে রয়েছে, যারা ভবিষ্যতে সংকটের ধাক্কা সামলাতে পারে৷

দীর্ঘ প্রায় ৬ বছরের অর্থনৈতিক সংকট কাটিয়ে স্পেন আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে বলে মনে করছে ইউরোপীয় কমিশন৷ তবে এর জন্য সংস্কারের গতি কমালে চলবে না৷ তা না হলে ঝুঁকি থেকেই যাবে৷ এদিকে বেলআউট-এর পরবর্তী কিস্তির জন্য গ্রিসকে আবার দাতাদের সঙ্গে দরকষাকষি করতে হচ্ছে৷ কিছু শর্ত পূরণ করার ক্ষেত্রে পিছিয়ে থাকায় গ্রিস চাপের মুখে পড়েছে৷ আগামী ৯ই ডিসেম্বর ইউরোজোন অর্থমন্ত্রীদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে৷

এই অবস্থায় সোমবার ইউরোপের পুঁজিবাজার বেশ চাঙ্গা হয়ে উঠেছিল৷ ইউরোর বিনিময় মূল্যও বেড়ে গিয়েছিল৷ মার্কিন যুক্তরাষ্ট্রে স্টিমুলাস কর্মসূচি আপাতত চালু থাকবে, এমন ইঙ্গিত পেয়ে বাজার সন্তুষ্ট হয়েছে৷ মাসের শুরুতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর ফলে স্থায়ী ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে৷ সেই সঙ্গে যোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোজোন সম্পর্কে কিছু ইতিবাচক পূর্বাভাষ৷ তাছাড়া জার্মানির কয়েকটি কোম্পানির শেয়ারের মূল্য আচমকা বেড়ে যাওয়ায় সামগ্রিকভাবে ইউরোপের পুঁজিবাজার উপকৃত হয়েছে৷ তবে মঙ্গলবার ইউরোপের পুঁজিবাজারে দরপতন ঘটেছে৷ বিশেষ করে ইউরোপীয় ব্যাংকগুলির শেয়ারের মূল্য পড়ে যায়৷

এসবি / জেডএইচ (ডিপিএ, রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য