1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপীয় ব্যাঙ্কগুলোর সামর্থ্যের পরীক্ষা

২৪ জুলাই ২০১০

ভবিষ্যতে অর্থনৈতিক মন্দায় নিজেদের কতটুকু সামলে নিতে পারবে - ইউরোপীয় ব্যাঙ্কগুলোর জন্য এটিই ছিল পরীক্ষা৷ আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অধিকাংশ ব্যাঙ্ক৷ তবে ধরা খেল সাতটি৷ উত্তীর্ণ ব্যাঙ্কগুলোকে অভিনন্দন জানালো আইএমএফ৷

https://p.dw.com/p/OTiI
ইউরোপীয় ব্যাঙ্ক পরীক্ষা আর্থিক সামর্থ্য আইএমএফ german banks IMF stress tests
জার্মান ব্যাঙ্কগুলোর ফলাফল ভালছবি: AP

পরীক্ষা করা হলো ইউরোপের ৯১ টি ব্যাঙ্ককে৷ ২০ টি দেশের প্রায় সবগুলো ব্যঙ্কই তাদের সক্ষমতার পরিচয় দিলেও ব্যর্থ হলো সাতটি৷ পরীক্ষার আয়োজনকারী সংস্থাটি বলছে, সাতটি ব্যাঙ্কের সার্বিক পুঁজির ঘাটতি রয়েছে সাড়ে তিন বিলিয়ন ইউরো৷ এগুলোর মধ্যে স্পেনের পাঁচটি৷ বাঙ্কা সিভিকা, ডিয়াডা, এসপিগা, ইউনিম এবং কাজাজুর৷ এছাড়া মন্দা মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রদর্শনে ব্যর্থ হলো জার্মানির রাষ্ট্রীয় ঋণ প্রদানকারী সংস্থা হাইপো রেয়াল এস্টেট৷ ২০০৮ সালে ধসের মুখে পড়ার পরই এটিকে জাতীয়করণ করা হয়েছিল৷ ব্যর্থদের তালিকায় রয়েছে ঋণে জর্জরিত গ্রিসের এটিই ব্যাঙ্ক৷

Deutschland Wirtschaft Banken Hypo Real Estate Logo in München
পরীক্ষায় পাশ করেনি জার্মানির রাষ্ট্রীয় ঋণ প্রদানকারী সংস্থা হাইপো রেয়াল এস্টেটছবি: AP

এছাড়া পরীক্ষায় ফেল করার খুব কাছাকাছি পর্যায়ে ছিল আরো কিছু ব্যাঙ্ক৷ এগুলোর মধ্যে রয়েছে জার্মানির পোস্টব্যাঙ্ক এবং নর্থ এলবি, গ্রিসের পিরাউস, অ্যালায়েড আইরিশ ব্যাঙ্কস, ইটালির ইউবিআই ব্যাঙ্কা এবং স্পেনের ব্যাঙ্কইন্টার৷ এসব ব্যাঙ্কের টায়ার এক-এর অনুপাত সবচেয়ে শোচনীয় অবস্থার চেয়ে সাত শতাংশেরও কম৷

বিনিয়োগকারীদের আস্থা বাড়াতেই চালানো হয় এই স্ট্রেস টেস্ট৷ আশা, এই টেস্টের ফলাফলের পর ব্যাঙ্কগুলোর শেয়ার বাজার হয়তো আরেকটু চাঙ্গা হবে৷ অর্থনীতিবিদরা এই পরীক্ষাকে দেখছেন ব্যাঙ্কগুলোর স্বাস্থ্য পরীক্ষা হিসেবে৷ আর নিজেদের ব্যাঙ্কসমূহের এমন স্বাস্থ্য পরীক্ষার কাজ গত বছরই করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ তবে ইউরোপীয় ব্যাঙ্কগুলোর পরীক্ষাটি মার্কিনিদের পরীক্ষার চেয়ে কঠোরতর ছিল বলে মনে করছেন আয়োজনকারী সংস্থা কমিটি অব ইউরোপিয়ান ব্যাঙ্ক সুপারভাইজর্স - সিইবিএস৷

এই টেস্টের ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন জার্মান অর্থমন্ত্রী ভোল্ফগাঙ শোয়েবলে৷ তিনি বলেন, ‘‘অর্থবাজারে আস্থা বৃদ্ধির ক্ষেত্রে স্ট্রেস টেস্টে ব্যাপক অংশগ্রহণ এবং এর ফলাফল প্রকাশ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি৷ এর ফলে ইউরোপীয় ব্যাঙ্কগুলোর সক্ষমতার ক্ষেত্রে স্বচ্ছতা স্পষ্টতই বেড়েছে৷'' এছাড়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল - আইএমএফ অভিনন্দন জানালো নিজেদের সামর্থ্য প্রদর্শনে সক্ষম ব্যাঙ্কগুলোকে৷ ব্যাঙ্কগুলোর এই স্বাস্থ্য পরীক্ষার ফল প্রকাশকে স্বাগত জানালেন মার্কিন অর্থমন্ত্রী টিমোথি গাইথনারও৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: জাহিদুল হক