1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপা লিগের চূড়ান্ত পর্যায়ে স্টুটগার্ট

৫ নভেম্বর ২০১০

ইউরোপা লিগে টানা চতুর্থ খেলায় জয় স্টুটগার্টের৷ বৃহস্পতিবার এফসি জেটাফেকে হারিয়ে লিগের চূড়ান্ত পর্যায়ে জায়গা নিশ্চিত করতে সক্ষম হলো তারা৷ এছাড়া বায়ার লেভারকুজেনের শেষ মুহূর্তের জয় এবং প্যারিসে ডর্টমুন্ডের গোলশূন্য ড্র৷

https://p.dw.com/p/PzCz
জমে উঠেছে ইউরোপা লিগ (ফাইল ফটো)ছবি: AP

স্পেনে বৃহস্পতিবার এফসি জেটাফেকে ৩-০ গোলে হারালো স্টুটগার্ট৷ সিপ্রিয়ান মারিসা, টিমো গেবার্ট এবং মার্টিন হার্নিক করেছে একটি করে গোল৷ জয়ের ধারাবাহিকতা রক্ষা করে চলেছে স্টুটগার্ট৷ ফলে ছয় পয়েন্টে এইচ গ্রুপে শীর্ষ স্থানটি তাদেরই দখলে৷ জার্মান ফুটবল লিগ বুন্ডেসলিগার চলতি মৌসুমে বেশ খারাপ অবস্থানে থাকলেও ইউরোপা লিগের নকআউট পর্যায়ে নিজেদের স্থান পাকাপোক্ত করে ফেলেছে তারা৷

এদিকে, বাছাইপর্বে সাফল্যের দিকে আরেক ধাপ এগুলো বায়ার লেভারকুজেন৷ গ্রিক দল অ্যারিস স্যালোনিকি'র বিরুদ্ধে ১-০ গোলে জয় তাদের সম্ভাবনা উজ্জ্বল করল৷ শেষ মুহূর্তের গোলটি আসে চিলির তারকা আর্তুরো ভিডালের পা থেকে৷ এখন পর্যন্ত বি গ্রুপের শীর্ষে রয়েছে লেভারকুজেন৷ তবে দলের পারফর্মেন্সে খুশি হতে পারেন নি কোচ ইয়ুপ হেঙ্কেজ৷ চলতি মৌসুমের সবচেয়ে খারাপ খেলা বলে মন্তব্য ছুঁড়লেন হেঙ্কেজ৷

দিনের অপর খেলায়, প্যারিসে সেন্ট গ্যার্মেইনদের সাথে গোলশূন্য ড্র্র করল বোরুসিয়া ডর্টমুন্ড৷ মাঠ ছাড়ার সময় রক্ষণভাগের খেলোয়াড় নেভেন সুবোটিচের মন্তব্য, ‘‘আমি সারাক্ষণই ভেবেছি যে, আমরা হয়তো একটা গোল করতে পারবো৷'' বুন্ডেসলিগায় বেশ এগিয়ে থাকলেও এই আসরে থাকা তিনটি জার্মান দলের মধ্যে ডর্টমুন্ডের অবস্থা সবচেয়ে খারাপ৷ চারটি খেলা থেকে মাত্র পাঁচ পয়েন্ট পেয়ে জে গ্রুপে তাদের অবস্থান তৃতীয়৷ জে গ্রুপে শীর্ষে রয়েছে স্প্যানিশ দল এফসি সেভিলাজ৷ বৃহস্পতিবার কার্পাটি লেভিভকে হারালো তারা ৪-০ গোলে৷ ফলে তাদের ঝুলিতে এখন নয় পয়েন্ট৷ আট পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় ঘরে প্যারিসের সেন্ট গ্যার্মেইন৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম