1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের পাশে থাকবেন ওবামা

২৬ এপ্রিল ২০১৬

জার্মানি সফর দিয়ে ইউরোপ সফর শেষ করলেনওবামা৷ ইউরোপে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধির প্রয়াস গুরুত্ব পেয়েছে দু'দিনের জার্মানি সফরে৷ এক গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপকে শরণার্থী সংকট মোকাবেলায় সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/1IcdZ
ম্যার্কেল, ওবামা, ওলঁদ, মাটেও রেনজি ও ক্যামেরন
ছবি: Reuters/G. Bergmann/Bundesregierung

সোমবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন বারাক ওবামা৷ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ, ইটালির প্রধানমন্ত্রী মাটেও রেনজি এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনও অংশ নিয়েছেন সেই বৈঠকে৷ বৈঠক শেষে ইটালির প্রধানমন্ত্রী জানান, ইউরোপে শরণার্থীর স্রোত থামাতে লিবিয়ার উপকূলে ন্যাটোর অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন ওবামা৷ মাটেও রেনজি বলেন, ওবামার কথায় এটা স্পষ্ট বোঝা গেছে যে মানবপাচারকারীদের খপ্পরে পড়ে অসংখ্য মানুষের জীবন বাজি রেখে ইউরোপে আসার প্রয়াসে বাঁধা দেয়ার সময় এসেছে বলে তিনিও মনে করেন৷ হোয়াইট হাউসও এক বিবৃতির মাধ্যমে শরণার্থী সংকট নিরসনে ওবামার এই সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছে৷

সিরিয়ায় মার্কিন সৈন্য বাড়ানোর ঘোষণাও দিয়েছেন বারাক ওবামা৷ সোমবার হানোফারে তিনি বলেন, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএস-এর বিরুদ্ধে চলমান যুদ্ধে আগামীতে ২৫০ জন মার্কিন সৈন্য অংশ নেবে৷ তাঁর এ ঘোষণাকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছেন হিলারি ক্লিন্টন৷ যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমেক্র্যাটিক দলের সম্ভাব্য প্রার্থী হিলারি এক বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ওবামা যে সিরিয়ার বেসামরিক বাহিনীকে বিশেষ সহায়তা দেয়ার কাজে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর কথা বলেছেন, তা তিনি সমর্থন করেন৷ ডেমোক্র্যাটিক দলের আরেক সম্ভাব্য প্রার্থী বার্নি স্যান্ডার্সও ওবামার এ সিদ্ধান্তের প্রতি তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন৷

হানোফারের বৈঠকে পাঁচ দেশের নেতাদের একটি মুহূর্ত
হানোফারের বৈঠকের একটি মুহূর্তছবি: picture-alliance/dpa/M. Kappeler

এসিবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য