1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরোপের অধিকাংশ বিমানবন্দর বন্ধ

১৮ এপ্রিল ২০১০

আইসল্যান্ডের ছাইমেঘের কারণে ইউরোপের ব্যাপক অংশে বিমান চলাচল বন্ধ রয়েছে৷ এখন পর্যন্ত যা খবর, তাতে রবি, সোম ছাড়িয়ে আগামী সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত গড়াতে পারে ইউরোপের বিমান যাত্রীদের ভোগান্তি৷

https://p.dw.com/p/MzOR
ছবি: AP

আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে ইউরোপের আকাশ ছেয়ে গেছে ছাইমেঘে৷ আর তাই, ইউরোপের তিন চতুর্থাংশ বিমান চলাচল বন্ধ৷ ভোগান্তিতে কয়েক মিলিয়ন বিমানযাত্রী৷

ইউরোপের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলো একের পর এক বন্ধ করে দেয়া হচ্ছে এই ছাইমেঘের কারণে৷ ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়া অনেকগুলো বিমানবন্দরের বন্ধের সময়সীমা বাড়িয়ে দেয়েছে৷ প্যারিসের তিনটি বিমানবন্দর বন্ধ থাকবে সোমবার সকাল পর্যন্ত৷ অন্যদিকে, ইতালির উত্তরাঞ্চলের সব বিমানবন্দরও বন্ধ একইসময় পর্যন্ত৷ জার্মানির আকাশপথও বন্ধ থাকবে সোমবার সকাল পর্যন্ত৷ তবে রবিবার দুপুর পর্যন্ত বন্ধ থাকছে ব্রিটেন ও আয়ারল্যান্ডের আকাশপথ৷

Deutschland Flughafen Vulkanasche
এই অপেক্ষা শেষ হবে কবে?ছবি: AP

এদিকে, এই ছাইমেঘ আসলেই কতটা ক্ষতিকর তা বাস্তবতার ভিত্তিতে পরীক্ষা করার আহ্বান জানিয়েছে জার্মান বিমান সংস্থা লুফৎহানসা৷ শনিবার, এই সংস্থার ১০টি বিমান কোন যাত্রী ছাড়াই কিছুটা কম উচ্চতায় উড়ে মিউনিখ থেকে ফ্রাংকফুর্টে পৌঁছায়৷ এরপর লুফৎহানসার মুখপাত্র ক্লাউস ভাল্থার বলেন, যে বিমানগুলো উড়েছে, তাদের কর্মীরা এই নিম্ন উচ্চতায় ছাইমেঘের কোন প্রভাব বুঝতে পারেনি৷ কাজেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ, তারা গোটা ইউরোপে বিমান চলাচল বন্ধ করার আগে, শুধু কম্পিউটারের হিসেবনিকেশের উপর নির্ভর না করে বাস্তবিক ছাইমেঘের নমুনাও যেন পরীক্ষা করে দেখেন৷

আশার কথা হচ্ছে, রবিবার রাতে ইউরোপের আকাশে একাধিক পরীক্ষামূলক উড়ালের সিদ্ধান্ত নিয়েছে জার্মান উড়াল নিরাপত্তা সংস্থা ডি.এফ.এস৷ এর মাধ্যমে দেখা হবে ছাইমেঘ যাত্রী বিমানগুলোর পক্ষে সত্যিই বিপজ্জনক কিনা৷

ছাইমেঘের প্রভাব পড়ছে পোল্যান্ডের নিহত প্রেসিডেন্ট লেখ কাচিন্সকির শোকসভার উপরেও৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা রবিবারের সমাধি অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না, আর তার কারণ এই ছাইমেঘ৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে রাশিয়ায় এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারান কাচিন্সকিসহ ৯৬ জন৷

Island / Vulkan / Flugverkehr
আরো কয়েকদিন থাকবে ছাইমেঘছবি: AP

ছাইমেঘের এই রেশ কতদিন থাকবে তা ঠিক করে বলতে পারছে না কেউ৷ আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দেশটি থেকে রাশিয়া অভিমুখী ছাইমেঘের যাত্রা চলবে কমপক্ষে আরো দু'দিন৷ ভাগ্য খারাপ থাকলে তা চলতে পারে এই সপ্তাহের মাঝামাঝি পর্যন্তও৷ আর তাই, আপাতত বিমান সংস্থাগুলোর মাথায় হাত দিয়ে বসে থাকা ছাড়া বিশেষ কিছু করার নেই৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী