1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন

২২ ফেব্রুয়ারি ২০১১

আগামীকাল বা পরশুর মধ্যে বাংলাদেশের উপকুলীয় এলাকার ৪শ’ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে৷ মার্চ-এপ্রিল মাস জুড়ে পর্যায়ক্রমে সাড়ে ৪ হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/10Lnp
প্রধান নির্বাচন কমিশনার শামসুল হুদাও থাকবেন বৈঠকে

নির্বাচন কমিশন কার্যালয়ে আজ প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা বৈঠক করেন আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে৷ বৈঠকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কীভাবে তারা দায়িত্ব পালন করবেন সে বিষয়ে আলোচনা হয়৷ নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা ভাল রাখতে ভাগে ভাগে নির্বাচন হবে৷ প্রথমভাগে নির্বাচন হবে উপকুলীয় বরিশাল ও খুলনা বিভাগের সবগুলো ইউনিয়ন এবং চট্টগ্রাম বিভাগের কিছু ইউনিয়ন পরিষদে৷ যা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনার ছহুল হোসাইন৷

নির্বাচন কমিশন চায় পৌর নির্বাচনের মত যেন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রভাব না পড়ে৷ এই নির্বাচন যেহেতু সাংবিধানিকভাবে নির্দলীয় তাই নির্দলীয় রাখতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ জানাবে কমিশন৷ সেজন্য জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন৷

নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন জানান, সব রাজনৈতিক দল যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলে তৃণমূল পর্যায়ের এই নির্বাচন পরিচালনা তাদের পক্ষে সহজ হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন