1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউএস ওপেনের ফাইনালে ক্লিজটার্স ও জোনারেভা

১১ সেপ্টেম্বর ২০১০

ইউএস ওপেন টেনিসে ভেনাস উইলিয়ামসের জয়লাভের সম্ভাবনা এবার আর নেই৷ কেননা তিনি এবার ইউএস ওপেন টেনিসের ফাইনালে উঠতে পারলেন না৷ বেলজিয়ামের কিম ক্লিজটার্স তাঁকে ৪-৬, ৭-৬, ৭-২ এবং ৬-৪ সেটে শুক্রবারে পরাজিত করেন৷

https://p.dw.com/p/P9mY
Kim Clijsters, Belgium, US, Open, tennis, ইউএস, ওপেন, ক্লিজটার্স, জোনারেভ
গত বছরের ফাইনালে জিতে শিরোপায় চুমু খাচ্ছেন ক্লিজটার্স (ফাইল ছবি)ছবি: AP

ক্লিজটার্স ইউএস ওপেনের ফাইনাল খেলবেন রাশিয়ার জোনারেভার সঙ্গে৷ সপ্তম বাছাই জোনারেভা শীর্ষ বাছাই ওজনিয়াকিকে ৬-৪, ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেন৷ দ্বিতীয় বাছাই ক্লিজটার্স তাঁর তৃতীয় ট্রফি অর্জনের জন্যে শনিবার মুখোমুখি হচ্ছেন জোনারেভার৷

ক্লিজটার্স দুই বছরেরও বেশি সময় খেলা থেকে দূরে ছিলেন৷ ২০০৯ সালে তিনি নিউইয়র্ক অনার্স জিতেন৷ ২০০৫ সালেও তিনি এই ইভেন্টটি জিতেছিলেন৷ এদিকে ২০০১ সাল থেকে উইলিয়ামস তাঁর ইউএস ওপেনের টাইটেল থেকে বঞ্চিত৷ ৩০ বছর বয়সি উইলিয়ামস ২০০২ সাল থেকে ইউএস ওপেনের ফাইনালে উঠার চেষ্টা করে চলেছেন৷

এদিকে, সবচেয়ে হাই ব়্যাঙ্কের রুশ খেলোয়াড় জোনারেভা এই সপ্তাহেই ২৬-এ পা দিচ্ছেন৷ তিনি বলেছেন, আমি আমার জীবনের সেরা টেনিস খেলার আশা করি না৷ যখন প্রয়োজন, তখন সবসময় আমি ধৈর্য রাখার চেষ্টা করি৷ এবং সুযোগ পেলেই একধাপ এগুতে চেষ্টা করি৷ জোনারেভা বলেন, উইম্বলডন ফাইনাল এক আশ্চর্য অভিজ্ঞতা, তবে আমি সামনের দিকে তাকিয়ে আছি৷ তিনি বলেন, আমি আজকের জয়ের আনন্দটা উপভোগ করছি৷ ফাইনালের কথা পরে চিন্তা করবো৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই