1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইইউ মন্ত্রীদের বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির অভিন্ন কৌশল আহ্বান

১১ ফেব্রুয়ারি ২০১০

ইউরোপীয় ইউনিয়নের শিল্পমন্ত্রীরা স্পেনের সান সেবাস্টিয়ান শহরে এক বৈঠকে বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির জন্য এক যৌথ কৌশল গ্রহণ করার ব্যাপারে চাপ দিলেন ইউরোপীয় কমিশনকে৷

https://p.dw.com/p/LyYa
স্পেনের শিল্পমন্ত্রী মিগেল সেবাসটিয়ানছবি: picture-alliance/ dpa

বিদ্যুৎ চালিত যানবাহনের ভবিষ্যত নিয়ে আলোচনায় ইইউ মন্ত্রীদের সঙ্গে অংশ নেন শিল্প মহলের প্রতিনিধিরা৷ বিদ্যুৎচালিত গাড়িকে পরিবেশবান্ধব বলে দেখা হয়ে থাকে৷ এ ধরণের গাড়ি অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগও তৈরি করবে বলে মনে করা হয়৷

বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের পর্যায়ক্রমিক সভাপতিত্ব স্পেনের হাতে৷ স্পেনের শিল্পমন্ত্রী মিগেল সেবাসটিয়ান বলেন, তিনি বিশ্বাস করেন বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির কৌশলের ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে পৌর প্রতিষ্ঠানগুলোকে৷

স্পেন চায় ইউরোপীয় ইউনিয়নের ২০২০ সালের অর্থনৈতিক সংস্কার প্রকল্পে বৈদ্যুতিক গাড়ির বিষয়টি অন্তর্ভুক্ত হোক৷ এই প্রকল্পের লক্ষ্য, ইউরোপের জন্য সমৃদ্ধি আর টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা৷

ইউরোপীয় ইউনিয়নের অর্ন্তভুক্ত দেশগুলোতে এবং গাড়ি নির্মাতাদের মাঝে বিদ্যুৎ চালিত গাড়ি তৈরির পরিকল্পনা ছড়িয়ে ছিটিয়ে চলছে৷ কোন অভিন্ন নীতি নেই৷ তাই স্পেন চায় মে মাসের মধ্যেই ইউরোপীয় কমিশন একটি যৌথ কৌশল প্রস্তুত করুক৷

বৈদ্যুতিক গাড়ি খাতে প্রবল প্রতিযোগিতা আসতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র আর চী নের দিক থেকে৷ তাই ইইউ-এর মন্ত্রীরা দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন৷ কিন্তু এই খাতে সরকারি অর্থ সংস্থানের বিষয়টি নিয়ে তাঁরা কিন্তু আলোচনা করেননি৷ গাড়ি নির্মাতারা স্বভাবতই ভর্তুকি চান ৷

প্রতিবেদক : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক