1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইংরেজির শিক্ষক রোবট!

৩০ ডিসেম্বর ২০১০

রোবটদের দিয়ে অনেক কিছুই করানোর চেষ্টা চলছে৷ এর সঙ্গে এবার যোগ হলো শিক্ষকতা৷ মানে, শিক্ষক হিসেবে এবার নিজের পারদর্শিতা দেখাবে রোবট৷

https://p.dw.com/p/zrKQ
রোবট এখন ইংরেজির শিক্ষকও!ছবি: AP

দক্ষিণ কোরিয়ায় এমন অদ্ভুত কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে৷ মোট ২৯টি রোবট ইংরেজি শেখাচ্ছে ২১টি স্কুলের শিক্ষার্থীদের৷

রোবটগুলো নিয়ন্ত্রিত হচ্ছে ফিলিপাইন থেকে৷ কারণ আসল শিক্ষকরা থাকেন সেখানে৷ তাঁরা রিমোট কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের দেখতে পান৷ আর শিক্ষকদের প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ার সঙ্গে সঙ্গে সেটা প্রতিফলিত হয় ক্লাসে থাকা রোবটের মুখে৷ ফলে মনে হয় যেন শিক্ষার্থীরা শিক্ষকেরই কথা শুনছে৷

এভাবেই বাচ্চাদের বই পড়ে শোনায় রোবট৷ পুরো ক্লাস ঘুরে ঘুরে নাচে, গান গায় বাচ্চাদের সঙ্গে৷

এমন অভিনব শিক্ষক পেয়ে ভীষণ খুশি শিশুরা৷ তারা বলছে, কোনো মানুষ শিক্ষকের চেয়ে রোবট শিক্ষকের সঙ্গে তারা সহজে যোগাযোগ করতে পারছে৷ বিশেষ করে ক্লাসের সবচেয়ে লাজুক শিক্ষার্থীও রোবটের সঙ্গে খুব সহজে মিশতে পারছে৷

কোরিয়া ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি তৈরি করেছে রোবটগুলো৷

স্কুলগুলো দক্ষিণ কোরিয়ার দায়গু শহরে অবস্থিত৷ সেখানকার এক শিক্ষা কর্মকর্তা বললেন, ভবিষ্যতে মানুষের বদলে রোবট দিয়ে ক্লাস নেয়ানোর কোনো চিন্তা তাঁদের নেই৷ শুধুমাত্র রোবট বিষয়ক গবেষণাকে উৎসাহ দিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে৷ এছাড়া বাচ্চারাও ক্লাসে একটা ভিন্ন মজা পাচ্ছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই