1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আসছে আইপ্যাডের জার্মান সংস্করণ ‘উইপ্যাড’

১৫ এপ্রিল ২০১০

অ্যাপলের আইপ্যাড নিয়ে মাতামাতি শেষ না হতেই বাজারে আসতে যাচ্ছে জার্মান কোম্পানির তৈরি ‘উইপ্যাড’৷ জার্মানির বাজারে আইপ্যাড আসার আগেই উইপ্যাড চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

https://p.dw.com/p/MwcN
ছবি: AP

জানা গেছে, নিওফনি নামের একটি কোম্পানির তৈরি উইপ্যাডে আইপ্যাডের চেয়েও বেশি প্রযুক্তির সমন্বয় থাকবে৷

নিওফনির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক হেলমুট হোফার ফন আঙ্কার্সহোফেন সাংবাদিকদের সামনে উইপ্যাডের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন৷

এতে দেখা গেল, আইপ্যাডের চেয়ে উইপ্যাডের স্ক্রিনটি আকারে বড়৷ এছাড়া এতে একটি ওয়েবক্যাম ও দুটি ইউএসবি পোর্ট রয়েছে৷

হোফার ফন আঙ্কার্সহোফেন বলছেন, দুটি ইউএসবি পোর্টের কারণে যে কেউ ইচ্ছা করলেই আলাদা কিবোর্ড বা তথ্য সম্বলিত অন্য কোনো ডেটা স্টিক ব্যবহার করতে পারবে৷ এছাড়া ইচ্ছা করলেই যে কেউ উইপ্যাডে গান সংরক্ষণ করতে পারবেন৷ এর জন্য আলাদা কোনো সফটওয়্যারের প্রয়োজন হবেনা৷ উল্লেখ্য, আইপ্যাডের জন্য ব্যবহারকারীদের অ্যাপলেরই আইটিউনস সফটওয়্যারটি প্রয়োজন হবে৷

এদিকে কোনো কোনো ব্লগার ইতিমধ্যে উইপ্যাডকে আইপ্যাডের জন্য হুমকি বলে মন্তব্য করেছে৷ তবে হোফার ফন আঙ্কার্সহোফেন এ ধরণের মন্তব্য ঠিক নয়৷ তিনি বলেন, বরং এটা আইপ্যাডের বিকল্প হতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক